এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নারদ মামলায় সিবিআইকে তীব্র কটাক্ষ অভিযুক্ত নেতাদের আইনজীবীর, সওয়াল জবাব তুঙ্গে

নারদ মামলায় সিবিআইকে তীব্র কটাক্ষ অভিযুক্ত নেতাদের আইনজীবীর, সওয়াল জবাব তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নারদ মামলায় অভিযুক্ত হিসাবে সিবিআই এর হাতে চার হেভিওয়েট রাজনৈতিক নেতার গ্রেপ্তার হওয়া নিয়ে প্রথম থেকেই তৃণমূল শীর্ষ নেতৃত্ব সরব হয়েছিলেন রাজনৈতিক প্রতিহিংসার দাবীতে। রাজনৈতিক মহলেরও অনেকের গলাতেই সেই একই কথা শোনা গিয়েছে। এবার সেই একই কথা শোনা গেল হাইকোর্টের অলিন্দেও।

সিবিআইয়ের বিরুদ্ধে তীব্র কটাক্ষ শোনা গেল আইনজীবী অভিষেক মনু সিংভির গলায়। গত 17 ই মে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন তৃণমূলের ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং প্রাক্তন তৃণমূল নেতা শোভন চট্টোপাধ্যায়। প্রত্যেকেই অবশ্য বর্তমানে অন্তর্বর্তীকালীন জামিনের আওতায় বাইরে রয়েছেন। কিন্তু মামলা এখনো চলছে।

এক্ষেত্রে অভিযুক্তদের পক্ষের আইনজীবী হিসাবে কাজ করছেন অভিষেক মনু সিংভি। মঙ্গলবার শুনানির শুরুতেই তিনি সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এমনকি সিবিআইকে তিনি তোতাপাখি বলেও তীব্র কটাক্ষ করেন। আর এই কথাই শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের সিবিআইয়ের প্রতি এক পর্যবেক্ষণকে তুলে ধরেছে বলেই মনে করছেন আইনজীবিদের একাংশ। বর্তমানে নারদ মামলা এ রাজ্য থেকে অন্য রাজ্যে সরানোর দাবি জানাচ্ছে সিবিআই। এক্ষেত্রে প্রভাবশালী তত্ত্বের অবতারণা করা হচ্ছে। আর এই দাবির বিরোধিতা করেই পাল্টা সওয়াল চালিয়ে যাচ্ছেন গেছেন অভিযুক্তদের আইনজীবী অভিষেক মনু সিংভি।

এক্ষেত্রে তিনি প্রশ্ন তুলেছেন, যখন তদন্ত চলছিল তখন অভিযুক্তদের কেন গ্রেফতার করা হয়নি? বদলে চার্জশিট জমা দেওয়ার পর গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি যে প্রভাবশালী তত্ত্বকথা সিবিআই বলছে, তারও পরিপ্রেক্ষিতে কোন যুক্তি দিতে পারছেনা সিবিআই বলে দাবী করেন সিংভি। পাশাপাশি সিংভি জানিয়েছেন, নিজাম প্যালেসের ভেতর সেদিন কোন জনতা প্রবেশ করেনি। বাইরেই তাঁরা বিক্ষোভ দেখিয়েছেন। এক্ষেত্রে তিনি নিজাম প্যালেসের সিসিটিভি ফুটেজ প্রকাশ করার দাবি জানিয়েছেন। এর পরেই তিনি রাজ্য সরকারের অভিযোগ অনুযায়ী রাজনৈতিক প্রতিহিংসার কথাটি তুলে ধরেছেন। এক্ষেত্রে তিনি বলেন, 2016 সালে নারদ স্টিং অপারেশন হয়।  2017 সালে এফআইআর দায়ের করা হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু মুখ্যমন্ত্রী 2021 এর 5 ই মে শপথ গ্রহণ করেন, এরপর মন্ত্রিসভার শপথ হয় 10 ই মে। তারপরে 7 দিন যেতে না যেতেই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। এক্ষেত্রে অভিষেক মনু সিংভি প্রশ্ন তুলেছেন, দীর্ঘসময় মামলাটি নিয়ে কোনো অগ্রগতি না হলেও তৃণমূল নির্বাচনে জয়লাভ করার পরেই তৎপরতা শুরু হয়েছে। যথারীতি এর পেছনে রাজনৈতিক অভিসন্ধি থাকার কথা দূরে ঠেলে দেওয়া যাচ্ছে না বলেই দাবি জানিয়েছেন তিনি। একই সাথে তিনি সিবিআইকে তোতাপাখি বলে উল্লেখ করেছেন।

প্রসঙ্গত, 2013 সালে সুপ্রিম কোর্ট থেকেও সিবিআইকে খাঁচায় বন্দী তোতাপাখি বলে উল্লেখ করে সিবিআই রাজনৈতিক প্রভুদের নির্দেশ অনুযায়ী পদক্ষেপ নেয় বলে মন্তব্য করা হয়। অন্যদিকে নারদ মামলা থেকে এ রাজ্য থেকে অন্য রাজ্যে সরানো নিয়ে অভিষেক মনু সিংভি তীব্রভাবে প্রতিবাদ জানিয়েছেন। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, যত দিন যাচ্ছে ততই নারদ মামলার জটিলতা বৃদ্ধি পাচ্ছে। স্বস্তিতে নেই অভিযুক্তরাও। হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে এই মামলার শুনানি চলছে। আপাতত এই মামলা কোনদিকে মোড় নেয়, সেদিকে রয়েছে সবার নজর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!