এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নারদকান্ডে অভিযুক্তদের জামিন! আজই চূড়ান্ত রায় দেবে হাইকোর্টের

নারদকান্ডে অভিযুক্তদের জামিন! আজই চূড়ান্ত রায় দেবে হাইকোর্টের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  দীর্ঘ টানাপোড়েন চলছিল। কিন্তু কোনোমতেই নারদ কান্ডে অভিযুক্তদের জামিন হবে কি হবে না, সেই প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছিল না। কখনও সুপ্রিম কোর্ট, আবার কখনও বা হাইকোর্টে মামলা- পাল্টা মামলাকে কেন্দ্র করে নারদ মামলা ক্রমশ দীর্ঘসূত্রিতা লাভ করতে শুরু করেছিল। আর এই পরিস্থিতিতে অনেক নাটকীয় টানাপোড়েনের পর আজ শুক্রবার নারদ কান্ডে গ্রেপ্তার হওয়া রাজ্যের চার হেভিওয়েট জামিন পাবেন কি পাবেন না, সেই বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

বস্তুত, বৃহস্পতিবার নারদ কান্ডে শুনানি পর্বে এই জামিনের বিষয়টি যে শুক্রবার বেশি পরিমাণে গুরুত্ব দেওয়া হবে, এবং তার রফাসূত্র করা হবে তা জানিয়ে দিয়েছেন বিচারপতিরা। সেদিক থেকে আজকেই অভিযুক্তদের জামিনের ব্যাপারে চূড়ান্ত রায় দেওয়া হতে পারে বলে খবর। যার জেরে দীর্ঘ টালবাহানার পর নারদ মামলার ভবিষ্যতের জন্য আজ হাইকোর্টের রায়ের দিকে তাকিয়ে রয়েছেন সকলে।

বস্তুত, গত 17 তারিখে নারদ কান্ডে গ্রেপ্তার করা হয় রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখোপাধ্যায়কে। এছাড়াও গ্রেপ্তার করা হয় তৃণমূল বিধায়ক মদন মিত্র এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে। পরবর্তীতে তারা জামিন পেলেও সেই জামিনের ব্যাপারে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে স্থগিতাদেশ দেওয়া হয়। জামিনের স্থগিতাদেশ দেওয়ার কারণে কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধাচরণ করতে দেখা যায় শীর্ষ আদালতকে।

পরবর্তীতে গতকাল বৃহস্পতিবার হাইকোর্টের মামলার শুনানি হয়। যে শুনানির মধ্যে দিয়ে আসল বিষয়টি উঠে আসবে বলেই মনে করা হয়েছিল। যেখানে সিবিআইয়ের পক্ষ থেকে অন্য রাজ্যে নারদ মামলা নিয়ে যাওয়ার পক্ষে সওয়াল করা হয়। অন্যদিকে অভিযুক্তদের আইনজীবীরা কেন তাদের এভাবে গ্রেপ্তার করে রাখা হবে, সেই ব্যাপারে প্রশ্ন তুলে সিবিআইকে কিছুটা হলেও চাপে ফেলে দেয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই পরিস্থিতিতে আজ শুক্রবার শুনানি পর্বের একদম প্রথমে অভিযুক্তদের জামিন হবে কি হবে না, সেই বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে জানিয়ে দেয় কলকাতা হাইকোর্ট। যার জেরে আশা এবং আশঙ্কার দোলাচল তৈরি হয়েছে অভিযুক্ত চার হেভিওয়েট থেকে শুরু করে সিবিআইয়ের অন্দরে। একাংশ বলছেন, হাইকোর্টে কী রায় দেবে, তা দ্রুত দিয়ে দেওয়া উচিত। কেননা দুই পক্ষ অত্যন্ত দোলাচলের মধ্যে রয়েছে। দীর্ঘদিন ধরে চলছে এই নারদ মামলা। চার হেভিওয়েট গ্রেপ্তার হওয়ার পর বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে।

তৃণমূলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, নারদকান্ডের ভিডিও ফুটেজে দেখা গিয়েছিল বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং মুকুল রায়কে। সেক্ষেত্রে কেন তারা গ্রেফতার হবে না? এক্ষেত্রে সিবিআই বিজেপির কথামত চলছে বলেও অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। আর এই পরিস্থিতিতে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের শুনানি পর্বে সিবিআইয়ের আইনজীবীকে বেশকিছু অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়তে হয়।

তবে যে বিষয়টির দিকে তাকিয়ে রয়েছেন সকলে, শুক্রবার সেই বিষয়েই আগে আলোচনা হবে বলে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেদিক থেকে চরম গুঞ্জন শুরু হয়েছে রাজ্যজুড়ে। শেষ পর্যন্ত আজ 12 টায় অভিযুক্তদের জামিন হয়, নাকি জয় পায় সিবিআই, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!