এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপির বিরুদ্ধে এবার ষড়যন্ত্রের অভিযোগ আনল তৃণমূল শিবির, ব্যাপক চাঞ্চল্য রাজনৈতিক মহলে

বিজেপির বিরুদ্ধে এবার ষড়যন্ত্রের অভিযোগ আনল তৃণমূল শিবির, ব্যাপক চাঞ্চল্য রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভার নির্বাচনের পরিপ্রেক্ষিতে দেখা গিয়েছে, প্রতিটি রাজনৈতিক দল সোশ্যাল মিডিয়াকে নিজের মতন করে ব্যবহার করেছে। এবং ভোটের রাজনীতিতে দেখা গিয়েছে বিভিন্ন সময় সোশ্যাল চ্যাট বা সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে হওয়া কথোপকথন রাজ্য রাজনীতিতে ব্যাপক বিতর্কের ঝড় তুলেছে। ভোট মিটে গেলেও এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে বিতর্কের শেষ নেই। আর এবার পুরুলিয়ায় স্থানীয় রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে একটি হোয়াটসঅ্যাপ চ্যাট ঘিরে। সম্প্রতি একটি হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। হোয়াটসঅ্যাপ চ্যাট সূত্র ধরে তৃণমূলের দাবি, বিজেপি রাজ্য সরকারকে বদনাম করার জন্য ঘৃণ্য চক্রান্ত করছে।

যদিও এই হোয়াটসঅ্যাপ চ্যাট এখনো যাচাই করে দেখেনি প্রিয় বন্ধু মিডিয়া। তবে শোনা যাচ্ছে, এই ষড়যন্ত্র করার দায়ে ইতিমধ্যেই পুরুলিয়া জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তথা রঘুনাথপুরের তৃণমূল প্রার্থী হাজারি বাউরি বিজেপির এক সাংসদ, 2 বিধায়ক সহ মোট 6 জন বিজেপি নেতার বিরুদ্ধে রঘুনাথপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে পাল্টা সুর চড়িয়েছে গেরুয়া শিবির। তাঁদের দাবি, তৃণমূল ফেক হোয়াটসঅ্যাপ চ্যাট ভাইরাল করেছে তাঁদের বদনাম করার জন্য। কারণ হিসেবে তাঁরা দেখিয়েছেন গ্রুপ চ্যাটে ঠাক ভিডিওকল অপশনটি দেখা যাচ্ছে, যেটি থাকেনা সাধারণত থাকেনা হোয়াটসঅ্যাপের কোনো গ্রুপ চ্যাটে।

এবং এই অভিযোগে পুরুলিয়া শহর তৃণমূল সভাপতি গৌরব সিংহের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে গিয়ে অভিযোগ জানায় বিজেপি নেতারা। এমনকি গেরুয়া শিবিরের নেতারা হুঁশিয়ারি দিয়েছেন যদি এই ভাইরাল চ্যাট রহস্যের কিনারা না হয়, তাহলে তাঁরা ধর্নায় বসবেন। প্রসঙ্গত শোনা যাচ্ছে, পুরুলিয়ায় বিজেপির একটি কোর কমিটির হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে এসেছে, যেখানে বলা হয়েছে ত্রাণ শিবিরগুলিতে বা স্কুলগুলিতে লোক ঢুকিয়ে দিলে করোনা মাত্রাছাড়া হারে বৃদ্ধি পাবে এবং সরকারকে দোষারোপ করা যাবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেখানেই দেখা যাচ্ছে বিজেপির জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তীর নাম করে নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে ওই হোয়াটসঅ্যাপ চ্যাটে বিজেপি সাংসদ তথা রাজ্যের সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতোর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের দেখা মিলেছে। তবে এই হোয়াটসঅ্যাপ চ্যাট কতটা সত্য তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করছেন। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করা হয়।

শুধু তাই নয়, ভাইরাল হয়ে যাবার কারণে এই চ্যাট নিয়ে অনেকেই গেরুয়া শিবিরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। তবে অভিযোগ পাল্টা অভিযোগের ভিত্তিতে এই মুহূর্তে তীব্র চাপানউতোর চলছে পুরুলিয়ার রাজনীতিতে। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি এই সংক্রান্ত। তবে পুলিশ যে এই হোয়াটসঅ্যাপ চ্যাট এর সত্যতা যাচাই করবে সে ব্যাপারে নিঃসন্দেহ থাকা যায়। আর সত্যতা যাচাই হলেই আসল ঘটনা সামনে আসবে। আপাতত অপেক্ষা রইল এই ঘটনার আসল সত্য সামনে আসার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!