এখন পড়ছেন
হোম > রাজ্য > কৃতীদের সংবর্ধনা,আশীর্বাদ থেকে উপহার জমজমাট নেতাজি ইন্ডোর স্টেডিয়াম

কৃতীদের সংবর্ধনা,আশীর্বাদ থেকে উপহার জমজমাট নেতাজি ইন্ডোর স্টেডিয়াম


সোমবার রাজ্য সরকার আয়োজিত মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, আইসিএসই, আইএসসি, সিবিএসই-র কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান পালন হলো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিললো ২৪৮ জন ছাত্র ছাত্রী সহ তাঁদের অভিভাবকেরা। মুখ্যমন্ত্রী প্রত্যেক কৃতি শিক্ষার্থীর হাতে তুলে দিলেন এক রাশ উপহার সামগ্রী। নজিরবিহীন ভাবেই মুখ্যমন্ত্রীর এই উপহারের তালিকায় এই বছর যুক্ত হয়েছে বিগত বছরগুলির থেকে অতিরিক্ত একটি দ্রব্য। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বছর রাজ্যের সকল কৃতি শিক্ষার্থীর জানালেন  প্রত্যেক কৃতীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ হাজার পাঠিয়ে দেওয়া হবে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বললেন , ”আমাদের সরকার গরীব সরকার। আন্তরিকতা দিয়ে আমরা সামান্য কিছু দিচ্ছি। ১০ হাজার টাকা করে আমরা প্রত্যেক কৃতী ছাত্র-ছাত্রীদের দিলাম।” মুখ্যমন্ত্রীর কথায়, এরপর প্রত্যেকেই আরও বড় হবেন। প্রচুর টাকাও রোজগার করবেন। কিন্তু এই ১০ হাজার টাকা তাঁদের প্রথম ‘আমানত’।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

যা তাঁদের একেবারে নিজস্ব। প্রত্যেক বছর দেখা যায় অনুষ্ঠানের শেষে সকল অভ্যাগতই মুখ্যমন্ত্রীর সই নেওয়ার জন্যে তাঁকে ঘিরে ভিড় করে। কিন্তু এইবার বিগত বছরগুলির কথা স্মরণ করে কার্ডে সই করে নিয়ে এসেছিলেন। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরো জানালেন যে তিনি সকল পরীক্ষার্থীকে আমন্ত্রন জানাতে পারলে খুবই খুশি হতেন। কিন্তু সেটা সম্ভব হয়নি। তিনি আরোও বললেন দারিদ্রতা অভাব প্রভৃতি নানা কারণ সত্ত্বেও বহু মেধাবী ছাত্র ছাত্রী পরেক্ষায় ভালো ফল করে কেবলমাত্র অধ্যাবসায়ের জোরে। নির্ধারিত সময়ে পরীক্ষার দল প্রকাশের জন্যে মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট বোর্ড গুলিকেও ধন্যবাদ জানান।  মুখ্যমন্ত্রী ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিজের ভাষণে রাজ্যের শিক্ষামন্ত্রী বললেন , ”আমাদের সরকার মেধার স্বীকৃতি দিচ্ছে। শিক্ষাকে সর্বজনীন স্তরে নিয়ে যাওয়া আমাদের লক্ষ্য। ছাত্রীদের সাফল্য বেশি। শতাংশের বিচারে তারা এগিয়ে। এর জন্য মমতা বন্দোপাধ্যায়ের কৃতিত্ব রয়েছে। নারী শিক্ষার জন্য তাঁর উদ্যোগ রয়েছে।” এদিন অনুষ্ঠানের শেষে মুখ্যমন্ত্রীকে বেশ প্রসন্ন চিত্তে আমন্ত্রিত শিক্ষার্থীদের সাথে দেখা গেলো।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!