এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পুরুলিয়াতে শাসকদলের ঘুম ওড়ানো গেরুয়া-জুটি একের পর এক মামলায় পুলিশের জালে

পুরুলিয়াতে শাসকদলের ঘুম ওড়ানো গেরুয়া-জুটি একের পর এক মামলায় পুলিশের জালে


গত পঞ্চায়েত নির্বাচনে রাজ্যজুড়ে ঘাসফুলের ঝড় চললেও পুরুলিয়াতে পদ্মফুলের বাড়বাড়ন্ত বেশ নজর করেছিল রাজনৈতিক মহলের। সেই সাফল্যের মূল দাবিদার কে – মুকুল রায় নাকি দিলীপ ঘোষ তা নিয়ে যখন তীব্র তরজা গেরুয়া শিবিরের রাজ্যস্তরের নেতাদের মধ্যে, তখন কিন্তু পুরুলিয়ার স্থানীয়মহলে কান পাতলে শোনা যাচ্ছে সম্পূর্ণ অন্য কাহিনী। স্থানীয় বাসিন্দারা তো বটেই, নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় গেরুয়া নেতৃত্ত্বের একাংশের দাবি পুরুলিয়ায় ঘাসফুল শিবিরের পালের হওয়া কেড়ে নিয়ে গেরুয়া ঝড়ের পিছনে আসলে দুই তরুণ তুর্কি – পুরুলিয়ার বজরঙ্গ দলের সংযোজক সুরজ শর্মা এবং সহ-সংযোজক গৌরব সিং এবং তাঁদের অনুগামীরা। আর তাই পঞ্চায়েত নির্বাচন মিটে যেতেই একের পর এক মামলায় জড়িয়ে পুলিশের জালে তাঁরা।

প্রথমেই, সুরজ শর্মা, গৌরব সিং ও তাঁদের অনুগামী বলে পরিচিত অভিমন্যু কুমার, বিশ্বনাথ মাহাতো, মঙ্গল নন্দী, জটলা ওঁরাওকে – রামনবমীতে অস্ত্র মিছিল করে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর দায়ে গ্রেপ্তার করে দীর্ঘদিন ধরে পুলিশি হেফাজতে রাখা হয়। সেই মামলায় সম্প্রতি মুর্শিদাবাদের লালবাগ কোর্ট থেকে জামিন মিলতেই আবার তাঁদের গতকাল গ্রেপ্তার করে পূর্ব-বর্ধমানের মঙ্গলকোট থানার পুলিশ। সেই নতুন মামলায় আজ তাঁদের কাটোয়া আদালতে হাজির করা হলে বিচারপতি একদিনের পুলিশি হেফাজতের আদেশ দেন। এই মামলায় আগামীকাল আবার তাঁদের আদালতে পেশ করার নির্দেশও দেওয়া হয়েছে। কিন্তু বজরঙ্গ দলের দাবি, দুই তরুণ-তুর্কির রাজনৈতিক কার্যকলাপে পুরুলিয়া এখন গেরুয়াময়, আগামী লোকসভা নির্বাচনে শাসকদলের কার্যত ভরাডুবি হওয়ার সমূহ সম্ভাবনা, আর তাই একের পর এক ‘মিথ্যা’ মামলায় জড়িয়ে তাঁদের হেনস্থা করা হচ্ছে ও তাঁদের মুখ বন্ধের চেষ্টা চলছে। তাঁদের আরো দাবি, এতে কিন্তু সাধারণ মানুষের – পুলিশ ও প্রশাসনের উপর ক্ষোভ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং যুব সমাজ সুরাজ শর্মা-গৌরব সিংয়ের পাশে দাঁড়িয়ে আরো বেশি একত্রিত হচ্ছে। দল এবং সংগঠন যে এই ব্যাপারে তাঁদের পাশে আছে বোঝাতে আজ আদালতে অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠন সহ বর্ধমান-পূর্ব এবং বর্ধমান-সদর বিজেপি ও বজরঙ্গ দলের যুব মোর্চার কার্যকতারা, মুর্শিদাবাদ-উত্তর যুব মোর্চার সাধারণ সম্পাদক ও এই জেলার সভাপতি কৃষ্ণ ঘোষ উপস্থিত ছিলেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!