এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নিজের জেলাকে নিয়েই আশঙ্কার কথা শোনালেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী

নিজের জেলাকে নিয়েই আশঙ্কার কথা শোনালেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শাসকদল তৃণমূলের গোষ্ঠী কোন্দল ক্রমশই বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে দলে ভাঙ্গন। বিশেষ করে শুভেন্দু অধিকারীর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবার পর থেকেই দলের ভাঙ্গন তীব্র আকার ধারণ করছে। এই পরিস্থিতিতে আগামী নির্বাচনে হাওড়া জেলায় তৃণমূলের আশঙ্কাজনক অবস্থায় কথা জানালেন রাজ্যের মন্ত্রী প্রসূন বন্দ্যোপাধ্যায়। আক্ষেপ করে তিনি জানলেন যে, আগামী নির্বাচনে হাওড়া জেলার ১৬ টি বিধানসভা আসনেই পরাস্ত হবে তৃণমূল।

মন্ত্রী প্রসূন বন্দ্যোপাধ্যায় গণমাধ্যমের সামনে জানালেন যে, হাওড়া জেলা তৃণমূল সভাপতি লক্ষ্মীরতন শুক্লাকে প্রায় দেখাই যায় না। তিনি জানালেন প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লাকে দলের জেলা সভাপতির দায়িত্ব দেওয়ার পর থেকেই হাওড়া জেলায় তৃণমূলের আর কোন কমিটি গঠিত হয়নি। তিনি জানালেন যে, দলের মধ্যে জেলা সভাপতিকে তেমন কোনো কাজ করতেও দেখতে পান নি
তিনি।

মন্ত্রী প্রসূন বন্দ্যোপাধ্যায় আক্ষেপ করে জানালেন যে, গতকাল ছিল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। কিন্তু তাঁকে দল থেকে অনুষ্ঠানে যোগদানের কোন আমন্ত্রণই জানানো হয়নি। এই প্রসঙ্গে দলের গোষ্ঠী কোন্দলের দিকেও নির্দেশ করলেন তিনি। মন্ত্রী প্রসূন বন্দ্যোপাধ্যায় জানালেন যে, যে সময় তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন, সে সময়ের পরিস্থিতির সঙ্গে এখনকার পরিস্থিতি বিরাট পার্থক্য হয়ে গেছে। দলের সম্পর্কে ক্ষোভ প্রকাশ করে দলের অস্বস্তি অনেকটাই বাড়িয়ে দিলেন রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে দল সম্পর্কে তাঁর একাধিক বক্তব্যের পর তার প্রত্যুত্তর করলেন হাওড়া জেলা তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায় ও হাওড়া জেলা তৃণমূল সভাপতি লক্ষ্মীরতন শুক্লা। হাওড়া জেলা তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায় জানালেন যে, তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে সকলকেই আমন্ত্রণ জানানো হয়েছিল, কাউকেই বাদ দেওয়া হয়নি। তবে কে উপস্থিত ছিলেন? আর কে উপস্থিত থাকেন নি? সে বিষয়ে তিনি জানেন না।

অন্যদিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সম্পর্কে তিনি জানালেন যে, দলের মধ্যে কোন গোষ্ঠী কোন্দল নেই। গতকাল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনেক নেতা, মন্ত্রী নিজের এলাকায় দলীয় কর্মসূচিতে যোগদান করেছিলেন। একারণেই সকলের পক্ষে যোগদান সম্ভব হয়ে ওঠেনি। তিনি জানালেন শাসকদল তৃণমূলে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করছেন। কারোর সঙ্গে কারোর কোনো মতভেদ দেখা যায়নি।

আবার, প্রাক্তন ক্রিকেট তারকা ও হাওড়া জেলা তৃণমূল সভাপতি লক্ষ্মীরতন শুক্লা জানালেন যে, জেলা সভাপতির দায়িত্ব গ্রহণের পর তিনি বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে একটি কমিটির তালিকা প্রস্তুত করেছিলেন। যে তালিকা দলের শীর্ষ নেতৃত্বের কাছে পাঠানো হয়েছিল। তবে, এরপর শীর্ষ নেতৃত্ব কি পদক্ষেপ গ্রহণ করেছে? সে বিষয়ে তিনি কিছু জানেন না। তবে তাঁর সম্পর্কে করা মন্ত্রীর অন্যান্য মন্তব্য নিয়ে, তিনি কোনো বক্তব্য রাখেন নি এখনো পর্যন্ত। এভাবেই, আগামী বিধানসভা নির্বাচনে দলের সমস্যার কথা জানিয়ে দলকে যথেষ্ট অস্বস্তির মধ্যে ফেলে দিলেন রাজ্যের মন্ত্রী প্রসূন বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!