এখন পড়ছেন
হোম > অন্যান্য > আবহাওয়া > নিম্নচাপের জেরে সপ্তাহ জুড়েই প্রবল বৃষ্টির সম্ভাবনা, দুর্ভোগের আশঙ্কায় সাধারণ মানুষ

নিম্নচাপের জেরে সপ্তাহ জুড়েই প্রবল বৃষ্টির সম্ভাবনা, দুর্ভোগের আশঙ্কায় সাধারণ মানুষ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আবারও আকাশ ঢেকে গেছে কালো মেঘে। জোরদার বৃষ্টি নামার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। সোমবার থেকেই আবহাওয়ার পরিবর্তন চোখে পড়েছে। দিনভর আকাশ কালো থাকার পর দুপুরের পর থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। জানা যাচ্ছে, নিম্নচাপের কারণেই এই তুমুল বৃষ্টিপাত। আগামী বেশ কয়েকদিনই একনাগাড়ে বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। খুব স্বাভাবিকভাবেই আবহাওয়া দপ্তরের এই সংবাদ সাধারণ মানুষের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিল।

কার্যত অফিসযাত্রীরা এখন প্রায় প্রতিদিনই বাড়ি থেকে বের হচ্ছেন। এই অবস্থায় নাগাড়ে বৃষ্টি যে তাঁদের দুর্ভোগ আরো বাড়াবে তা নিয়ে কোন সন্দেহ নেই। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে সোমবার বৃষ্টি হয়েছে কলকাতাসহ দুই 24 পরগনা এবং হাওড়া ও হুগলিতে। মুষলধারে বৃষ্টিপাতের ফলে বিভিন্ন জায়গায় জল জমতে শুরু করেছে। চলতি সপ্তাহ জুড়ে এই নিম্নচাপ বর্তমান থাকবে বলে জানা যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি দক্ষিণবঙ্গে থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর থেকে বলা হচ্ছে, বুধবার ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে নিম্নচাপ আরও ঘনীভূত হতে পারে। যার প্রভাবে মঙ্গলবার থেকে উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টির প্রভাব বাড়বে বলে মনে করা হচ্ছে। মৎস্যজীবীদের মধ্যে যারা গভীর সমুদ্রে গেছেন, তাঁদের ইতিমধ্যেই অবিলম্বে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, তুমুল বৃষ্টি হতে পারে উপকূলবর্তী এলাকায়।

পাশাপাশি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদীয়া এবং ঝাড়গ্রামে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে খবর। শুক্রবার আরও বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। যার মধ্যে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলি রয়েছে বলে জানা যাচ্ছে। বৃষ্টির পরিমাণ বাড়ার সাথে সাথে আশঙ্কা বাড়ছে নদীর জলস্তর বেড়ে যাওয়ার। একই সাথে নীচু এলাকায় জল জমবে বলেও সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সব মিলিয়ে এ সপ্তাহে আবারও নতুন করে আশঙ্কা জাগাচ্ছে অতিবৃষ্টি। একইসাথে সাধারণ মানুষের ভোগান্তিও চরমে যে উঠবে তাতে কোনো সন্দেহ নেই।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!