এখন পড়ছেন
হোম > জাতীয় > সীমান্ত অঞ্চলে ব্যাপক সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে নিহত ৬ জন পুলিশ, আহত ৫০ জনেরও বেশি

সীমান্ত অঞ্চলে ব্যাপক সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে নিহত ৬ জন পুলিশ, আহত ৫০ জনেরও বেশি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল অসম-মিজোরাম সীমান্তে চরম সংঘর্ষ দেখা যায়। ব্যপক অশান্তি, গন্ডগোলে চল। সরকারি গাড়ি ভাঙচুর করা হয়। গুলি লেগে ৬ জন পুলিশের মৃত্যু হয়, আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। অসম সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, মিজোরামের দিক থেকে গুলি চালানো হয়েছে। মিজোরাম পুলিশের পক্ষ থেকে লাইট মেশিনগান দিয়ে গুলি চালানো হয়েছে। যে গুলিতে মৃত্যু হয়েছে ৬ জন পুলিশ কর্মীর, আহত হয়েছেন ৫০ জনেরও বেশি।

গতকাল বিকেলে অসম-মিজোরাম সীমানা এলাকা লায়লাপুরে এই ঘটনা ঘটেছে। অসমের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, মিজোরাম সীমান্তের স্থিতাবস্থার লংঘন করেছে। মিজোরামের দিক থেকেই গুলি চলেছে, যাতে ৬ জন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে, ৫০ জনেরও বেশি আহত। অসমের অভিযোগ, ইনার লাইন সংরক্ষিত অঞ্চল সাফ করে সেখানে নতুন করে সশস্ত্র বাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছে মিজোরামের পক্ষ থেকে। সিআরপিএফ ক্যাম্প এর পাশেই তা স্থাপন করা হয়েছে।

অসমের অভিযোগ, গতকাল বিবাদ মেটাতে অসমের প্রশাসনিক আধিকারিকের ঘটনাস্থলে পৌঁছলে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান মিজোরামের বাসিন্দারা। কাছাড় জেলার ডেপুটি কমিশনারের গাড়ির কাচ ভেঙে দেয়া হয়। এরপর দুই রাজ্যের প্রশাসনিক কর্তারা পরিস্থিতি শান্ত করতে যখন আলোচনা করছিলেন। সেসময় মিজোরাম পুলিশের পক্ষ থেকে গুলি চালানো হয়েছে। উঁচু দুটি পোস্ট থেকে গুলি চালানো হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে, মিজোরামের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, এর আগেই অসমের ২০০ জন কর্মী মিজোরামের গ্রামে এসেছিলেন। স্থানীয়দের বাড়ি, গাড়ি ভাঙচুর শুরু করেছেন তারা। এর ফলে অশান্তি ছড়িয়েছিল। অসম পুলিশের পক্ষ থেকে কাঁদানে গ্যাসের শেল, গ্রেনেড ছোড়া হয়েছিল। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মিজোরামের মুখ্যমন্ত্রী জোরমাথাঙ্গার কাছে সমস্যার সমাধান চেয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে তিনি টুইট করেছেন এ বিষয়ে।

প্রসঙ্গত, গত মাস থেকেই অসম মিজোরামের মধ্যে সীমানা নিয়ে বিরোধ চলছিল। কিছুদিন আগে সমস্ত উত্তর-পূর্বের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠক হয়। এরপর গতকাল আবার প্রবল সংঘর্ষে প্রশ্ন করতে শুরু করেছে। গতকালের ঘটনার পর অসম, মিজোরামের মুখ্যমন্ত্রীদের ফোন করে সীমান্ত সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই ঘটনা প্রসঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইট করে জানিয়েছেন যে, নিহতদের পরিবারকে তিনি সমবেদনা জানাচ্ছেন। আহতরা দ্রুত সেরে উঠুন, এই প্রার্থনা করছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রক ব্যর্থ। ঘৃণা ও অবিশ্বাস ছড়িয়ে দেয়া হচ্ছে। যার ভয়াবহ ফল ভোগ করছে দেশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!