এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ, কমিশনের চিঠি পেলেন প্রিয়াঙ্কা!

নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ, কমিশনের চিঠি পেলেন প্রিয়াঙ্কা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এবার নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠল ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের বিরুদ্ধে। যেখানে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় করোনা বিধি ভাঙ্গার অভিযোগ উঠেছে। স্বভাবতই বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এই অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস কমিশনের দ্বারস্থ হতে এই কমিশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে পদক্ষেপ। যেখানে ভবানীপুরের বিজেপি প্রার্থীর কাছে চিঠি দিয়ে গোটা বিষয়টি জানতে চেয়েছে নির্বাচন কমিশন। স্বাভাবিক ভাবেই তৃণমূলের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের চিঠি আসার কারণে বিজেপি প্রার্থী যে কিছুটা হলেও চাপে পড়ে গেলেন, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি মনোনয়নপত্র দাখিল করেন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। কিন্তু সেই সময় নির্দিষ্ট কিছু সংখ্যার বাইরে তার সঙ্গে প্রচুর মানুষ সেখানে ভিড় করেছিলেন বলে অভিযোগ করে তৃণমূল কংগ্রেস। আর এই অভিযোগ নিয়েই তৃণমূলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে দেখা যায়। আর এবার গোটা বিষয়ে কমিশনের পক্ষ থেকে চিঠি দিয়ে বিজেপি প্রার্থীর অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হলো। যাকে কেন্দ্র করে শোরগোল তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিওবা তৃণমূলের এই অভিযোগকে বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। শাসক দলের পক্ষ থেকে তোলা অভিযোগ কে সম্পূর্ণরূপে নস্যাৎ করে দিয়েছেন তিনি। পাশাপাশি নির্বাচন কমিশনের পক্ষ থেকে তার জবাব জানতে যে চিঠি দেওয়া হয়েছে, সেই চিঠিরও যে তিনি উত্তর দেবেন, সেই কথাও তুলে ধরেছেন এই বিজেপি প্রার্থী। এদিন এই প্রসঙ্গে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল বলেন, “আমি কোনো নিয়ম ভাঙ্গিনি। আমি চিঠি পেয়েছি। তার জবাব দেব। আসলে ওরা আমাকে ভয় পেয়েছে। তাই যেভাবে হোক, আমার প্রচার আটকাতে চাইছে। তাই কমিশনে চিঠি দিয়েছে।” সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!