এখন পড়ছেন
হোম > জাতীয় > নিয়ম ভেঙে সাসপেন্ড তৃণমূলের হেভিওয়েট সাংসদরা! কি বলছেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?

নিয়ম ভেঙে সাসপেন্ড তৃণমূলের হেভিওয়েট সাংসদরা! কি বলছেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘদিন ধরেই রাজ্য বনাম কেন্দ্র রাজনৈতিক দ্বন্দ্ব চলছেই। বিভিন্ন ইস্যুতে রাজ্যের শাসক দল তৃণমূল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মুখ খুলেছে। বিশেষজ্ঞদের মতে, যাবতীয় ইস্যুর ঊর্ধ্বে সবথেকে বড় হতে চলেছে বর্তমানে কৃষি বিল বিতর্ক। সম্প্রতি কৃষি বিলের বিরুদ্ধে সংসদে প্রতিবাদ করায় তৃণমূলের বেশ কয়েকজন সাংসদকে সোমবার এক সপ্তাহের জন্য বহিষ্কার করলেন সংসদের চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। আর তারপরেই তীব্র ক্ষোভে ফেটে পড়েছে বাংলার শাসক দল তৃণমূল। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্ন সভাগৃহ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ করেছেন, কেন্দ্রে গেরুয়া শিবির হিটলারি কায়দায় সরকার চালাচ্ছে।

আর তা উল্লেখ করেই মমতা ব্যানার্জি হুঁশিয়ারি দিয়েছেন আগামী দিনে দেশজুড়ে আন্দোলন শুরু হতে চলেছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। যার সূত্রপাত হবে মঙ্গলবার। আগামী মঙ্গলবার কৃষি বিল ও সাংসদদের বহিষ্কারের বিরোধিতা করে আন্দোলন শুরু করছে তৃণমূল।অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কেন্দ্রের কৃষি বিলের পরিপ্রেক্ষিতে তীব্র ধিক্কার জানান। এই ইস্যুতেই এদিন কেন্দ্রীয় সরকারকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘কালোবাজারীর সরকার’ বলে উল্লেখ করেছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আশঙ্কা প্রকাশ করেছেন,  দেশজুড়ে এবার শুরু হতে চলেছে খাদ্য দুর্ভিক্ষ। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের প্রতি তিনি প্রশ্ন রেখেছেন, চাষীদের জন্য কি করা হচ্ছে?

এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেছেন কেন্দ্রীয় শিবিরের কেউ কেউ দাবি করছেন তাঁরাও কৃষক। সে ক্ষেত্রে তাঁদের ভূমিকা নিয়েও তীব্র কটাক্ষ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে সবথেকে বেশি এদিন ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী রবিবার কৃষি বিল সংক্রান্ত বিরোধিতা করায় রাজ্যসভা থেকে তৃণমূল সাংসদ দোলা সেন সহ 8 জনকে বহিষ্কার করা নিয়ে। এ প্রসঙ্গে তিনি গত রবিবারকে ‘ব্ল্যাক সানডে’ বলেও উল্লেখ করেন সাংবাদিক বৈঠকে। তবে সাংবাদিকদের সামনে থেকেই তিনি বার্তা জানিয়েছেন তৃণমূল সাংসদদের। এবং তাঁদের ভূয়শী প্রশংসাও করেছেন। এ প্রসঙ্গে সমালোচনা করতে গিয়ে তিনি বিজেপির বিরুদ্ধে অভিযোগ জানান, কেন্দ্রীয় সরকার সংসদীয় গণতন্ত্র হত্যা করে বর্তমানে হিটলারি কায়দায় দেশ চালাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেই ইস্যুতেই এবার দেশজুড়ে আন্দোলনের ডাক দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে জানা গেছে, রাজ্যসভায় সাংসদদের বহিষ্কারের বিরোধিতা করে আগামী মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে আন্দোলনে নামতে চলেছেন তৃণমূল কর্মীরা। ধর্মতলা গান্ধী মূর্তির পাদদেশে শুরু হবে ধরনা কর্মসূচি। অন্যদিকে বুধবার প্রতিবাদে সামিল হবে রাজ্যের তৃণমূল ছাত্র সমাজ। আর এরপর এই আন্দোলনের ব্যাটনটি পৌঁছে যাবে তৃণমূলের কৃষক সংগঠনের হাতে। সূত্রের খবর, সংসদ চত্বরেও সোমবার সারা রাত ধরে ধরনা দিতে চলেছেন ডেরেক ও’ব্রায়েন এবং দোলা সেন। তবে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনের অগ্রভাগে দেশের সাধারণ জনগণকে রেখেছেন বলে জানা গেছে।

অন্যদিকে সাংবাদিক বৈঠকে এ দিন অন্যান্য সব ইস্যুর সঙ্গে জিএসটি নিয়েও আরেকবার খোঁচা দেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে। একইসাথে বেশ কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানোর বিষয়টি নিয়ে অভিযোগ তোলেন তিনি বিজেপির দিকে। তবে এই ঘটনাপ্রবাহ দেখে বিশেষজ্ঞদের মতে, কৃষি বিল বিতর্কিত ভাবে পাশ করায় সংসদের ভিতর ও বাহিরে এই নিয়ে সরব হয়েছে দেশের বিরোধী শিবিরগুলি এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বেশ কিছুটা বাড়তি মাইলেজ পেতে চলেছে বলে মনে করা হচ্ছে। কারণ কৃষি বিলের প্রতিবাদে এদিন সবার আগে ওয়েলে নামতে দেখা গিয়েছিল তৃণমূলের দুই সাংসদকে। এদিকে সামনে আসছে একুশের বিধানসভা নির্বাচন। সুতরাং কৃষি বিল সংক্রান্ত আন্দোলন তৃণমূলের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!