এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নবান্নের সাংবাদিক বৈঠক থেকে বিজেপিকে চিটিংবাজের দল বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী

নবান্নের সাংবাদিক বৈঠক থেকে বিজেপিকে চিটিংবাজের দল বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল বোলপুরের রোডশো থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী বিধানসভা নির্বাচনে রাজ্য থেকে তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিয়েছেন। তিনি জানিয়েছেন যে, উন্নয়নের রাস্তা থেকে সরে গিয়েছে বাংলা। এরসঙ্গেই তিনি জানিয়েছিলেন যে, আগামী বিধানসভা নির্বাচনে ২০০টিরও বেশি আসন নিয়ে রাজ্যে সরকার গড়বে বিজেপি। এরপর আজ নবান্নে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জানালেন যে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল অনেক মিথ্যে কথা বলেছেন। তিনি জানালেন, পশ্চিমবঙ্গ ক্ষুদ্র ও মাঝারি শিল্পে দেশে এক নম্বর। মুখ্যমন্ত্রীর কথায়, রাজ্য নয় কেন্দ্রীয় সরকারই এই তথ্য দিয়েছে। মুখ্যমন্ত্রী জানালেন যে, কাল সাংবাদিক বৈঠকের পর প্রমাণ সহ সমস্ত তথ্য তিনি দেবেন।

এরপরই তিনি জানালেন যে, তথ্য যাচাই না করেই নিজের মনগড়া তথ্য দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী। রাজনীতির জন্য সমস্ত কিছু করতে পারে বিজেপি। বিজেপিকে চিটিং বাজের দল বলে তিনি কটাক্ষ করলেন। তিনি জানালেন যে, বিজেপি কখনোই নাগরিকদের ভাগ্য নির্ধারন করতে পারে না। এর সঙ্গেই মুখ্যমন্ত্রী জানালেন যে, পশ্চিমবঙ্গে তিনি এনআরসি,এনপিয়ার করতে দেবেন না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রীর দাবি করেছেন যে, আয়ুষ্মান ভারত প্রকল্পের চেয়ে স্বাস্থ্যসাথী প্রকল্পের উপভোক্তার সংখ্যা অনেক বেশি। তিনি অভিযোগ করেছেন রাজ্য সরকারকে এড়িয়ে গিয়ে কেন্দ্র কাজ করতে চাইছে। তিনি জানান, করোনা সংক্রমনের হলে রাজ্য তার মোকাবিলা করবে। কিন্তু, কেন্দ্র যখন টাকা দেবে, তখন তাতে বিজেপির ছবি, প্রতীক দিয়ে কেন দেয়া হবে?বলে প্রশ্ন করলেন তিনি। মুখ্যমন্ত্রী জানালেন, ” আমরা আগেও বলেছিলাম টাকা দিন, আমরা করব।আমরা বলেছি উপভোক্তাদের তালিকাও পাঠাব, আর কী চাই? সবকিছু করব আমরা, আমাদের চামড়া গোটাবে তোমরা! বুলডোজ করা নয়, আমি আলোচনায় বিশ্বাস করি। ”

এই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জানলেন যে, আগামী ২৮ শে ডিসেম্বর বীরভূমে যাবেন তিনি। সেখানে সাংবাদিক বৈঠক করবেন। আগামী ২৯ সে ডিসেম্বর বীরভূমে দুপুর দেড়টায় মিছিল করবেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গের মনীষীদের আন্তর্জাতিক সম্মান ও খ্যাতি আছে। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কোনরকম অবমামনা সহ্য করবেন না তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!