এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃনমূলে যোগ সৌমিত্র খাঁয়ের স্ত্রীর, বড় ধাক্কা বিজেপিতে!

তৃনমূলে যোগ সৌমিত্র খাঁয়ের স্ত্রীর, বড় ধাক্কা বিজেপিতে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারী যখন বিজেপিতে যোগ দিলেন, তখন তৃনমূল ভেঙে খান খান হয়ে যাবে বলে মনে করছিল রাজনৈতিক মহল। কিন্তু শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেস ত্যাগ করলেন এবং তাঁর সঙ্গে একাধিক নেতা গেরুয়া শিবিরে নাম লেখালেন, ঠিক তখনই বড় ধাক্কা এল বিজেপিতে। সূত্রের খবর, এদিন বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এর সহধর্মীনি সুজাতা খাঁ।

জানা যায়, এদিন তৃণমূল ভবনে সুজাতাদেবীকে দলীয় পতাকা তুলে দিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায় এবং তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ। স্বাভাবিকভাবেই যে সুজাতাদেবী এত দিন তৃণমূলকে উঠতে-বসতে কটাক্ষ করতেন সেই সুজাতা খাঁ বিজেপি ত্যাগ করায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। প্রসঙ্গত উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনের সময় বিষ্ণুপুরের বিজেপির টিকিটে দাঁড়িয়ে ছিলেন সৌমিত্রবাবু।

কিন্তু সেই সময় আইনি জটিলতার কারণে তাকে এলাকায় ঢুকতে বাধা দান করা হয়েছিল। পরবর্তী সময় কালে তার স্ত্রী সুজাতা খাঁ এলাকায় প্রচার করেছিলেন। স্বাভাবিকভাবেই সেই সুজাতা দেবী এখন তৃণমূল কংগ্রেসে যোগদান করায় বিজেপি যে অনেকটাই চাপে পড়ে গেল, সেই ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক মহল। কিন্তু কেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁ এর সহধর্মীনি পদ্ম শিবির ত্যাগ করে ঘাসফুল শিবিরে নাম লেখালেন?

এদিন এই প্রসঙ্গে সুজাতাদেবী বলেন, “বিজেপিতে থেকে কাজ করা সম্ভব হচ্ছে না। আমি যোগ্য দলের যোগ্য নেত্রীর কাজ করতে চাই‌। তাই তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম।” স্বভাবতই যেখানে তার স্বামী বিজেপির হয়ে একদম সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করছেন এবং কিছুদিন আগে পর্যন্ত তিনি বিজেপির হয়ে প্রচার পর্যন্ত করেছিলেন, সেই তিনি বিজেপি ত্যাগ করায় এখন গেরুয়া শিবির অনেকটাই ব্যাকফুটে বলে দাবি করছেন একাংশ।

অনেকে বলছেন, সাম্প্রতিককালে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। আর তারপরেই বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতির সহধর্মিনী তৃণমূল কংগ্রেসে যোগদান নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। তাহলে কি বিজেপিতে গুরুত্ব না পেয়ে তিনি আবার তৃণমূল কংগ্রেসে ফিরে এলেন! নাকি শুভেন্দু অধিকারী থেকে শুরু করে একের পর এক তৃণমূল নেতা বিজেপিতে যাওয়ার কারণে দলে গুরুত্ব পাচ্ছিলেন না সুজাতাদেবী! আর তার কারণেই ঘাসফুল শিবিরে নাম লেখাতে হল তাকে! এখন তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের মতে, তৃণমূল কংগ্রেস এদিন এই যোগদান করিয়ে বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে দিল। তৃণমূলের পক্ষ থেকে বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি তথা সাংসদের সহধর্মীনিকে নিজেদের দলে যোগদান করিয়া গেরুয়া শিবিরকে চাপে ফেলে দেওয়ার চেষ্টা করা হল বলেই দাবি করছেন একাংশ। কেননা শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করার পর ঘাসফুল শিবির এখন অনেকটাই ব্যাকফুটে।

একাংশ দাবি করছেন, খুব তাড়াতাড়ি শুভেন্দু অধিকারীর পথ ধরে অনেকেই তৃণমূল ছাড়তে শুরু করবেন। আর এই পরিস্থিতিতে বিজেপির যুব সংগঠন শক্তিশালী করার দায়িত্ব যে সৌমিত্র খাঁ এর কাঁধে রয়েছে, সেই সৌমিত্রবাবুর সহধর্মিনীকে নিজেদের দিকে টেনে তৃণমূল বিজেপিকে ব্যাপকভাবে অস্বস্তিতে ফেলে দিল বলেই দাবি বিশেষজ্ঞদের। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সুজাতা খাঁ এর এই দলবদলে কি প্রভাব পড়ে বঙ্গ রাজনীতিতে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!