এখন পড়ছেন
হোম > অন্যান্য > করোনা আবহে SBI গ্রাহকদের জন্য বড়সড় সুখবর! নিজেদের নিয়মে বড়সড় পরিবর্তন আনল ব্যাঙ্ক, জেনে নিন

করোনা আবহে SBI গ্রাহকদের জন্য বড়সড় সুখবর! নিজেদের নিয়মে বড়সড় পরিবর্তন আনল ব্যাঙ্ক, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- ফোনে নাম্বার থেকে কোন ফোন আসা, আর তারপরই আপনার কাছে কিছু ব্যক্তিগত তথ্য চাওয়া।আর সেই সুবাদে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকার জালিয়াতি। বর্তমানে এটা খুবই চেনা ঘটনা। অনেকে এমন পরিস্থিতির শিকার হওয়ার পর যেকোনো আননোন নাম্বার থেকে ফোন আসলে তা রিসিভ করতেও দ্বিধা করেন। অন্যদিকে সরল মানুষদের কাছ থেকে তাদের জমিয়ে রাখা শেষ সম্বলটুকু হাতিয়ে নিতে কিন্তু দ্বিধাবোধ করে না জালিয়াতরা।

বর্তমানে সাইবার ক্রাইমের এমন ভুরি ভুরি উদাহরণ চোখের সামনে পাওয়া যায়। এনিয়ে তদন্ত চললেও শেষ পর্যন্ত কতজন যে সফল সফল হয়, সেই হিসেবে বলা যায় না। মানুষের মধ্যে সতর্কতায় প্রচার করেও অনেক ক্ষেত্রেই এই জালিয়াতি রোখা সম্ভব হয়না। সম্প্রতি এমন জালিয়াতি থেকে গ্রাহককে বাঁচানোর জন্য সামনে এসেছে এফবিআইয়ের নির্দিষ্ট কিছু নিয়ম, যার ফলে গ্রাহক এই জালিয়াতের হাত থেকে অনেকটা রক্ষা পাবে বলেই মনে করছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তবে এক্ষেত্রে শুধুমাত্র এটিএমের লেনদেনের ক্ষেত্রেই এই বদল হয়েছে বলে জানা গেছে। আগামী ১৮ই সেপ্টেম্বর থেকে এই বদল সাধারণ মানুষের জন্য গ্রহণযোগ্য হবে বলেও জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, যে সমস্ত গ্রাহকরা এস বি আই ব্যাংকের গ্রাহক তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে এই পরিষেবা এই পরিষেবার গ্রাহকেরা এটিএমে নিজেদের ডেবিট কার্ড পাঞ্চ করার পর স্ক্রিনে একটি ইউনিক ওটিপি অপশন ফুটে উঠবে। সেই সময় ব্যাংকে রেজিস্টার করা মোবাইল নম্বরেও একটি ওটিপি আসবে। সেটি ওটিপি ATM মেশিনে পাঞ্চ করলে তবেই লেনদেনের অনুমতি পাওয়া যাবে বলে জানা গেছে। যদিও আগে মাত্র ১২ ঘণ্টা এই পরিষেবার সুযোগ পাওয়া যেত তবে এবার তা বাড়িয়ে ২৪ ঘণ্টাই করে দেওয়া হবে বলে জানিয়েছে এস বি আই ব্যাংক কর্তৃপক্ষ। যার ফলে একটু অত্যধিক বেশি পরিষেবা পাবেন বলেই মনে করছেন গ্রাহকরা। তবে কেবলমাত্র এসবিআই-এর গ্রাহকরাই সেই ব্যাংকের এটিএম থেকে টাকা তুললেই এই সুবিধা পাবেন বলে জানা গেছে, অন্য কেউ নয়।

এর ফলে সংশ্লিষ্ট ব্যাংকের এটিএম থেকে ১০ হাজারের বেশি টাকা তোলা যাবে। ব্যাংকের তরফ থেকে এই পরিষেবার সুবিধার ব্যাপারে জানা গেছে, বর্তমানে অনেক মানুষই জালিয়াতির শিকার হচ্ছেন বলেও অভিযোগ এসেছে তাদের কাছে। কেবলমাত্র দিনেই যে মানুষের টাকা-পয়সা লেনদেনের প্রয়োজন হয় তা তো নয়, ২৪ ঘন্টাই মানুষের নানা প্রয়োজনে টাকা লাগে। আর বর্তমান কোভিড পরিস্থিতির কথা ভেবে কোন কিছুতেই রিস্ক নেওয়া যাচ্ছে না। বর্তমানে মানুষের যা অবস্থা, তাতে শেষ সম্বল চলে গেলে বাকি অনেক ক্ষেত্রেই সমস্যায় তাকে পড়তে হতে পারে। তাই এতো কিছু মাথায় রেখেই সম্প্রতি ওটিপি ব্যবস্থাকে ২৪ ঘন্টা করার এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেই জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!