এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নোট বাতিল নিয়ে মমতার কটাক্ষের জবাব দিলেন শুভেন্দু, তুললেন অপার প্রসঙ্গ!

নোট বাতিল নিয়ে মমতার কটাক্ষের জবাব দিলেন শুভেন্দু, তুললেন অপার প্রসঙ্গ!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ফের দেশে দু হাজার টাকার নোট বাতিল করার ঘোষণা করা হয়েছে। শালবনিতে তৃণমূলে নবজোয়ার কর্মসূচি থেকে সেই ব্যাপারে কটাক্ষ ছুড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আশঙ্কা, কোনো একটি রাজনৈতিক দল এই অর্থ মজুত করতে পারে। আর এই পরিস্থিতিতে এবার সেই ব্যাপারে অপার প্রসঙ্গ তুলে ধরে কিছুদিন আগেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে যে বিপুল অর্থ উদ্ধার হয়েছে, তা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “কোন রাজনৈতিক দল মজুত করেছে! কিছুদিন আগেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে 51 কোটি টাকা অর্থ উদ্ধার হয়েছে। অপার বাড়িতে মজুত ছিল। সেটা সবাই দেখেছে।”

বিশেষজ্ঞদের মতে, এই বক্তব্যের মধ্যে দিয়ে শুভেন্দু অধিকারী দুর্নীতি এবং অর্থের সঙ্গে যে তৃণমূলের যোগ রয়েছে, তা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন। কিছুদিন আগেই অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে যে বিপুল অর্থ উদ্ধার হয়েছে, সেই বিষয়টি তুলে ধরে শাসক দলকে আরও চাপে ফেলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। যার ফলে কিছুটা হলেও অস্বস্তিতে পড়বে শাসকদল বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!