এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার কি টেট পরীক্ষা নিয়ে ঘুম উড়তে চলেছে রাজ্য সরকারের? বাড়ছে জল্পনা

এবার কি টেট পরীক্ষা নিয়ে ঘুম উড়তে চলেছে রাজ্য সরকারের? বাড়ছে জল্পনা

দীর্ঘদিন ধরেই রাজ্যে টেট পরীক্ষা হয়নি। যা নিয়ে বিভিন্ন সময় বিরোধীদের তোপের মুখেও পড়তে হয়েছিল সরকারকে। এমনকি বিভিন্ন মহলের তরফেও এই ব্যাপারে প্রশ্ন তোলা হয়েছিল।গত 2015 সালে টেট পরীক্ষা হওয়ার পর গত 2017 সালে এই পরীক্ষার নির্দেশিকা বেরোলেও তা আজ পর্যন্ত নেওয়া সম্ভব হয়নি।

কিন্তু এই টেট না নেওয়ার ফলে রাজ্যে প্রশিক্ষিত এবং নথিভূক্ত শিক্ষকের যে অভাব তৈরি হচ্ছে, তা নিয়ে করা একটি মামলায় এবার রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকারের বক্তব্য জানানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

জানা গেছে, সোমবার এই ব্যাপারে মামলাকারী শীর্ষেন্দু সেনগুপ্ত এবং আইনজীবী ফিরদৌস শামিম আদালতের কাছে জানান, গত 2017 সালে টেট পরীক্ষা নেওয়া হবে বলে নির্দেশিকা জারি করা হলেও লক্ষ্য লক্ষ্য শিক্ষক পদপ্রার্থীরা 100 টাকা জমা করে পরীক্ষায় অংশ নেওয়ার আবেদন করলেও এখনও পর্যন্ত সেই পরীক্ষা নেওয়ার ব্যাপারে কোনো উদ্যোগ দেখা যায়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু বিশেষজ্ঞদের দাবি, এনসিটিই বা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের নির্দেশিকা মোতাবেক প্রতি বছর অন্তত একবার করে প্রতিটি রাজ্যের এই পরীক্ষা নেওয়া অত্যন্ত জরুরী। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2015 সালের পর সেইভাবে আর কোনো টেট পরীক্ষা না হওয়ায় প্রশিক্ষিত শিক্ষকের অনেকটাই অভাব তৈরি হচ্ছে বলে এদিন আদালতে জানানো হয়েছে।

আর এই সমস্ত কথা শুনেই এই ব্যাপারে রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকারের বক্তব্য জানতে চাইলেও কলকাতা হাইকোর্ট।জানা গেছে, আগামী বৃহস্পতিবার বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাসে এই মামলার পরবর্তী শুনানি হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!