এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার চুরির অভিযোগ সেলিব্রিটি তৃণমূল সাংসদের বিরুদ্ধে! সরগরম রাজ্য-রাজনীতি

এবার চুরির অভিযোগ সেলিব্রিটি তৃণমূল সাংসদের বিরুদ্ধে! সরগরম রাজ্য-রাজনীতি

নির্বাচনী ময়দানে নামা থেকে শুরু করে তার পেছনে বিতর্ক ধাওয়া করতে শুরু করেছিল। পরবর্তীতে নির্বাচনে জয়লাভের পরেও বিভিন্ন বিষয়ে বিতর্ক হাতছানি দিয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ তথা বিশিষ্ট অভিনেত্রী নুসরাত জাহানকে। যার কারণে তাকে এবং তার দলকে বারবার অস্বস্তিতে পড়তে হয়েছে। আর এবার রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় কবিগুরুর একটি ছবি পোস্ট করাকে কেন্দ্র করে ফের বিতর্কে জড়িয়ে পড়লেন নুসরাত জাহান।

যেখানে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে পোস্ট করা সেই ছবি ‘চুরি করার’ অভিযোগ উঠল তৃণমূলের এই হেভিওয়েট সাংসদের বিরুদ্ধে। জানা গেছে, ইন্দ্রজিৎ মন্ডল নামে এক শিল্পী পেন্সিল এবং পেন দিয়ে রবি ঠাকুরের একটি স্কেচ তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। আর সেই একই ছবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দিবস উপলক্ষে নিজের ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে শেয়ার করতে দেখা যায় নুসরাত জাহানকে। কিন্তু আশ্চর্যজনকভাবে সেখানে কোনো শিল্পীর নাম উল্লেখ করেননি তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এরপরই তৈরি হয় বিতর্ক। একজন শিল্পী হয়ে কেন রবি ঠাকুরের তৈরি করা ছবির নিচে প্রকৃত শিল্পীর নাম উল্লেখ করলেন না তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরাত জাহান, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন নেটিজনেরা। যার ফলে এখন চরম বিতর্ক তৈরি হয়েছে। বস্তুত, এই প্রথম নয়, সম্প্রতি করোনা ভাইরাসের মধ্যে টিকটক একটি নাচের ভিডিও পোস্ট করে শোরগোল তুলে দিয়েছিলেন এই তৃণমূল সাংসদ। আর এবার রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে কবিগুরুর আঁকা একটি ছবি পোস্ট করে শিল্পীর নাম না লিখে বিতর্কের মুখে পড়তে হল তাঁকে।

যদিও বা এই ব্যাপারে পরে নিজের বক্তব্য সামনে এনেছেন বসিরহাটের তৃণমূল সাংসদ। এদিন তিনি বলেন, “আমি ইন্টারনেট থেকে ছবিটা নিয়েছিলাম। যেখানে শিল্পীর নাম উল্লেখ করা ছিল না। এরকম ছবি ইন্টারনেটে প্রচুর রয়েছে। ওই চিত্রশিল্পীকে অসম্মান করা আমার উদ্দেশ্য ছিল না। যেখানে আমি নিজে একজন শিল্পী।” কিন্তু তাতেও কমছে না সোশ্যাল মিডিয়া জুড়ে নেটিজেনদের ক্ষোভ প্রকাশ। সব মিলিয়ে ফের বিতর্কের মুখে পড়ে চাপে পড়লেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরাত জাহান বলে মত বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!