এখন পড়ছেন
হোম > জাতীয় > নতুন বছরে কেন্দ্রীয় মন্ত্রীসভার সম্প্রসারণে স্থান পেতে পারেন এরাজ্যের বিজেপি সাংসদরাও

নতুন বছরে কেন্দ্রীয় মন্ত্রীসভার সম্প্রসারণে স্থান পেতে পারেন এরাজ্যের বিজেপি সাংসদরাও

লোকসভা নির্বাচনের পর থেকেই এ রাজ্যে বিজেপি নিজেদের আসন পাকা করেছে। রাজ্যের শাসক তৃণমূলকে লোকসভা ভোটে বেশ কিছুটা কোণঠাসা করে দেয় বিজেপি। শুধু তাই নয়, তারপর থেকেই পরবর্তী 2021 এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে তাঁরা। অন্যদিকে, পশ্চিমবঙ্গে বিজেপির এই উত্থান দেখে কেন্দ্রীয় নেতৃত্ব বিশেষ নজর দিয়েছে পশ্চিমবঙ্গের ওপর। বিজেপির এবারের লক্ষ্য 2021 এর বিধানসভা নির্বাচনে জিতে রাজ্যের তৃণমূল শাসককে রাজ্য থেকে উৎখাত করা।

আর একবছর পরেই পশ্চিমবঙ্গের মাটিতে বিধানসভা নির্বাচন। 2020 সাল পড়ার সাথে সাথেই 2021 এর ভোটের ঘন্টা বেজে উঠবে। আর তাই এবার বিজেপি পশ্চিমবঙ্গকে পাখির চোখ করে নিজেদের রণতরী সাজিয়ে নিতে তৎপর হয়েছে। উল্লেখ্য, লোকসভা নির্বাচনে বিজেপি এ রাজ্য থেকে অনেকগুলি সাংসদ পেয়েছে, কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পেয়েছেন মাত্র দুজন। সূত্রের খবর, নতুন বছরের শুরুতেই মোদি মন্ত্রিসভার সম্প্রসারণ হতে চলেছে। এবার নতুন মন্ত্রিসভায় পশ্চিমবঙ্গের 2 থেকে 4 জন সাংসদ স্থান পেতে চলেছেন বলে শোনা যাচ্ছে। যদিও অনেকেই প্রশ্ন তুলেছেন, দুজন সাংসদ থাকার সময় দুজন মন্ত্রী, অথচ পশ্চিমবঙ্গে যখন 18 জন সংসদ, তখনও দুজন মন্ত্রী কি করে হয়? এ বিষয়ে বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব চিন্তাভাবনা করছে বলে খবর।

যাদের নাম নতুন মন্ত্রিসভার সম্প্রসারণে স্থান পেতে পারেন বলে খবর তারা হলেন –
১. লকেট চট্টোপাধ্যায় – নতুন মন্ত্রিসভার সম্প্রসারণ হলে একেবারে প্রথমেই যাঁর নাম উঠে আসবে তিনি হলেন লকেট চট্টোপাধ্যায়। হুগলি থেকে নির্বাচিত হয়েছেন লকেট চট্টোপাধ্যায়। শুধু নির্বাচিত হননি, তিনি লোকসভায় সক্রিয় রাজনীতি করার কারণেই প্রধানমন্ত্রীর নজর কেড়েছেন বলে সূত্রের খবর। উল্লেখ্য, লকেট চট্টোপাধ্যায় যে সময় তৃণমূল দলে এসেছিলেন, সে সময় বিজেপির এতটা রমরমা ছিলনা। তাই রাজনীতির আঙিনায় নিজেকে সম্পূর্ণ তৈরি করেছেন তিনি নিজে। তাই তার পুরস্কার স্বরূপ সম্প্রসারিত মন্ত্রিসভায় স্থান তিনি পেতেই পারেন বলে মনে করা হচ্ছে।

২. কুনার হেমব্রম, জন বার্লা, খগেন মুর্মু – উপরের তিনজন যথাক্রমে ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার এবং উত্তর মালদার সাংসদ। এই তিনজন আদিবাসী সম্প্রদায় থেকে নির্বাচনে দাঁড়িয়ে জয়লাভ করেছেন বিজেপির পক্ষ থেকে। রাজ্যের আদিবাসী আসন থেকে লোকসভায় বিজেপির সাফল্য বেশ কিছুটা চিন্তায় ফেলেছে তৃণমূলকেও। অতএব আগামী বিধানসভা নির্বাচনের আগে আদিবাসী ভোটকে ধরে রাখার তাগিদে এই তিনজনের মধ্যে যেকোন কেউ মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বলে মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

৩. জয়ন্ত রায়, সুকান্ত মজুমদার – উপরিউক্ত দুজনের মধ্যে একজন হলেন জলপাইগুড়ির চিকিৎসক এবং অন্যজন হলেন বালুরঘাটের শিক্ষক। দুজনেই সাংসদ রূপে স্থান পেয়েছেন বিজেপিতে। সূত্রের খবর, সরকারি কর্মী এবং শিক্ষকদের মধ্যে ধীরে ধীরে প্রভাব বিস্তার করছে বিজেপি। তাই তাদের সামনে পরিচিত হয়ে উঠেছেন এই দুজন সাংসদ। ফলে সরকারি জায়গায় নিজেদের ঘাঁটি গড়ার জন্য এই দুই সাংসদের মধ্যে যেকোন কাউকে মন্ত্রী করা হতে পারে বলে খবর।

৪. শান্তনু ঠাকুর, সুভাষ সরকার -শান্তনু ঠাকুর ও সুভাষ সরকার যথাক্রমে বনগাঁ ও বাঁকুড়া থেকে নির্বাচিত হয়েছেন। সুভাষ সরকার ইতিমধ্যে রাজ্য বিজেপির উল্লেখযোগ্য স্থানে আছেন। অন্যদিকে, শান্তনু ঠাকুর মতুয়াদের হয়ে লোকসভা নির্বাচনে জয়লাভ করেছেন। যদিও সি এ এ ও মতুয়াদের নিয়ে একটি জল্পনা তৈরি হয়েছে। তবে সব জল্পনার অবসান করে নতুন মন্ত্রিসভার সম্ভাব্য সম্প্রসারণে এই দুই সাংসদদের মধ্যে যেকোনো একজন ঠাঁই পেতে পারেন বলে খবর।

এই নিয়ে ৩০ সে ডিসেম্বর প্রকাশিত আমাদের ভিডিও দেখে নিন —

Bengal BJP MP: কেন্দ্রীয় মন্ত্রীসভায় রদবদল! বাংলা থেকে কপাল খুলছে কার কার? –

https://www.youtube.com/watch?v=RPH3-KzqSZs

৫. নিশীথ প্রামানিক – এই মুহূর্তে নিশিথ প্রামাণিক কোচবিহারের সাংসদ রয়েছেন। উত্তরবঙ্গে বিজেপির আন্দোলনের মুখ্য পরিচিত মুখ হিসেবে নিশিথ প্রামাণিক এর নাম উঠে এসেছে। অতএব বলাই যায়, তিনিও নতুন মন্ত্রিসভার সম্প্রসারণে মন্ত্রিসভায় স্থান পেতে পারেন।

আপাতত এ রাজ্যের পুরসভা এবং 2021 এর বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি জোরদার প্রস্তুতি নিচ্ছে বলে খবর। অন্যদিকে তৃণমূলও পিছিয়ে নেই। প্রশান্ত কিশোরের পরিকল্পনায় তাঁরাও এগিয়ে চলেছে। প্রসঙ্গত, 2019 এর লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস রীতিমতো কোণঠাসা অবস্থায় নির্বাচন জিতেছিল। আপাতত 2021 এর নির্বাচনের দিকে লক্ষ্য রেখে রাজ্যের সবকটি রাজনৈতিক দল প্রস্তুত হচ্ছে নির্বাচনী লড়াইয়ে নামার জন্য। সেদিকেই নজর রেখে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব পশ্চিমবাংলার জন্য রাজনৈতিক ঘুঁটি সাজাচ্ছেন। সম্পূর্ণ পরিস্থিতির ওপর নজর রাখছে রাজ্যের ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!