এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > অনলাইন খাবার অর্ডার দেন? সাবধান! “জামাতার গ্যাংয়ের” পাল্লায় পড়ে হতে পারেন সর্বস্বান্ত!

অনলাইন খাবার অর্ডার দেন? সাবধান! “জামাতার গ্যাংয়ের” পাল্লায় পড়ে হতে পারেন সর্বস্বান্ত!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এতদিন ফোনে দাপাতে দেখা যেত তাদের। আর এবার জামতাড়া গ্যাংয়ের দাপাদাপি শুরু হল অনলাইন খাবার অর্ডারের ক্ষেত্রেও। জানা গেছে, কলকাতার একটি নামী রেস্তোরায় নামে ভুয়ো পেজ খুলিয়ে এখন রমরমিয়ে প্রতারণা চক্র শুরু হয়েছে। সম্প্রতি কলকাতার একটি নামী বেসরকারি স্কুলের শিক্ষিকা অন্যান্য সরকার প্রতারণার শিকার হয়ে পড়েছিলেন। বস্তুত, কিছুদিন আগেই পার্কস্ট্রিটের এক রেস্তোরাঁয় একটি ফেসবুক পেজ দেখতে পান তিনি। যে রেস্তোরাঁয় লেখা ছিল যে, চেলো কাবাবে ছাড় দেওয়া হচ্ছে। এক প্লেট চেলো কাবাব কিনলে আরো দুই প্লেট ফ্রি দেওয়া হচ্ছে।

আর এর পরেই অনন্যাদেবী সেই পেজে দেওয়া নাম্বারে ফোন করেন। যেখানে প্রথমে তাকে জানানো হয়, অনলাইনে প্রথম 10 টাকা পেমেন্ট করতে হবে। অর্ডার কনফর্ম করার জন্য সেই মত করে একটি লিংক পান শিক্ষিকা অনন্যা সরকার। কিন্তু সেই লিংকে ক্লিক করার সাথে সাথেই তাকে ডেবিট কার্ডের তথ্য দিয়ে বলা হয়। আর এরপরই প্রয়োজনীয় নম্বরগুলো দিয়ে দেন তিনি। তার পরবর্তীতে ফোনের ওপারের ব্যক্তি সেই শিক্ষিকাকে জানান যে, আরও একটি লিঙ্ক পাঠানো হবে। যার মাধ্যমে যিনি খাবার ডেলিভারি করবেন, তাকে ট্র্যাক করা সম্ভব হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে এই ঘটনার পরেই ওই লিঙ্ক ক্লিক করতেই একটি অ্যাপ ডাউনলোড খুলে যায়। যে অ্যাপ দেখে সেই শিক্ষিকা বুঝতে পারেন যে, তাঁর ব্যাংক লেনদেনের সমস্ত তথ্য অন্য একটি মোবাইল নম্বরে চলে যেতে পারে। আর তখনই তিনি ধরে ফেলেন গোটা ব্যাপারে একটা বড়সড় প্রতারণা চক্র কাজ করছে। পরবর্তীতে নিজের একাউন্টের টাকা অন্য একটি একাউন্টে ট্রান্সফার করেন তিনি। আর এরপরই গোটা প্রতারণা চক্রের ঘটনাটি প্রকাশ্যে চলে আসে। স্বাভাবিকভাবেই অনলাইন খাবার অর্ডারের ক্ষেত্রেও এই জামতারা গ্যাংয়ের দাপাদাপি এখন নিঃসন্দেহে চাঞ্চল্য সৃষ্টি করছে গোটা শহর জুড়ে।

বিশেষজ্ঞরা বলছেন, এইভাবে হোম ডেলিভারি দেওয়ার নাম করে বহু প্রতারণা চক্র এর আগে সামনে এসেছিল। ব্যাংক একাউন্ট সাফ করে দেওয়ার মতো ঘটনাও ঘটেছিল। কিন্তু তার পরেও মানুষ অনেক ক্ষেত্রে সতর্ক না থাকার কারণে এরকম ঘটনা ঘটতে শুরু করেছে। কিন্তু এবার ফেসবুকের পেজের মাধ্যমে যেভাবে এক শিক্ষিকা প্রতারণার শিকার হতে হতে গোটা ব্যাপারটি ধরে ফেলেছেন, তাতে নতুন করে এই প্রতারণা চক্র নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

সকলেই বলছেন, এই ব্যাপারে সাধারণ মানুষের এবার একটু সচেতনতা অবলম্বন করা উচিত। গোটা বিষয়টি খতিয়ে দেখেই খাবার অর্ডার দেওয়া উচিত সকলের। সব মিলিয়ে এবার খাস কলকাতার বুকে জামতারা গ্যাংয়ের দাপাদাপি নয়া আতঙ্ক সৃষ্টি করছে জনমানসে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!