এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যেতে হবে” মমতাকে চরম নিশানা প্রাক্তন বিচারপতির! ঘুম ছুটলো তৃণমূলের!

“পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যেতে হবে” মমতাকে চরম নিশানা প্রাক্তন বিচারপতির! ঘুম ছুটলো তৃণমূলের!


 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ভূপতিনগরে বোমা বিস্ফোরণের ঘটনায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী এক নতুন কথা বলেছেন। তার মতে, সেটা নাকি একটা সামান্য চকলেট বোমা ফেটেছে! আর সেটা নিয়ে নাকি কেন্দ্রীয় এজেন্সি অতি সক্রিয়তা দেখাচ্ছে। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর এই ধরনের বক্তব্য নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। আর তার মধ্যেই নাম না করে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করে তাকে চরম চাপে ফেলে দিলেন তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি এদিন এমন এক কথা বললেন এই রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে, যাতে চাপ বাড়লো শাসকদলের মধ্যে।

প্রসঙ্গত, এদিন নির্বাচনী প্রচার সভায় উপস্থিত হন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বলেন, “একজন বলেছেন যে, সেটা নাকি চকলেট বোমা ফেটেছে, আমি তার নাম মুখেও আনতে চাই না। কিন্তু শুধু একটা কথা বলে দিই যে, এবারের লোকসভা নির্বাচনের পর আপনাকে ছুঁচো বাজি তারা করবে। পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যেতে হবে।” একাংশ বলছেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্য সভা মঞ্চ থেকে কেন্দ্রীয় এজেন্সিকে কটাক্ষ করেন এবং কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলা করতে প্ররোচিত করেন, সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই ধরনের বক্তব্যই শোভা পায়।

তিনি প্রতিমুহূর্তে দেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করেন। বাংলায় একটি ঘটনার তদন্ত করতে এসে যেভাবে কেন্দ্রীয় সংস্থাকে প্রতিমুহূর্তে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে, তা সত্যি দুর্ভাগ্যজনক। তাই সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ধনে যে সমস্ত কার্যকলাপ হচ্ছে এই রাজ্যে, তা নজরে রাখছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধীরা। আর আগামী লোকসভা নির্বাচনে ফলাফল প্রকাশের পর এই রাজ্যের মুখ্যমন্ত্রী খুব ভালো করেই টের পাবেন, একটা বড় বোমা বিস্ফোরণের ঘটনাকে চকলেট বোম বলার কি রাজনৈতিক করুন পরিণতি হয়! অভিজিৎ গাঙ্গুলীর বক্তব্যের পর তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!