এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > আবারো পাকিস্তানের বালুচিস্তান সাক্ষী থাকল নৃশংস হিংসার। জানুন বিস্তারিত

আবারো পাকিস্তানের বালুচিস্তান সাক্ষী থাকল নৃশংস হিংসার। জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রবিবার পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বালুচিস্তান প্রদেশে কিছু বন্দুকধারীর নিশানায় প্রাণ গেল নিরপরাধ কিছু মানুষের। জানা গেছে, ওই বন্দুকবাজের দল সেখানকার কয়লা খনির কিছু শ্রমিককে অপহরণ করে এবং নিকটবর্তী পাহাড়ে নিয়ে যাওয়ার পর তাদের হত্যা করে। সেখানে কমপক্ষে ১১ জন কয়লা খনির শ্রমিকের গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে।

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য সূত্রে জানা গেছে, পুলিশের দাবি, ওই খনি শ্রমিকরা যখন কাজ করতে যাচ্ছিল, তখন অজ্ঞাত বন্দুকধারীরা তাদের অপহরণ করে এবং নিকটবর্তী পাহাড়ে নিয়ে যাওয়ার পরে তাদের উপর গুলি চালায়। জানা গেছে, ওই শ্রমিকদের মধ্যে ছয়জন ঘটনাস্থলেই মারা যান এবং গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁরা মারা যান। ঘটনার পরে পুলিশ, এবং জেলা প্রশাসনের আধিকারিকদের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী জামাল কামাল খান ঘটনার নিন্দা করে সংশ্লিষ্ট ঘটনার জন্য কর্তৃপক্ষের কাছে তদন্তের কথা বলেছেন। প্রসঙ্গত উল্লেখ্য, বহুদিন ধরেই খবর পাওয়া যাচ্ছিল যে ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও গিলগিট-বালুচিস্তান এলাকায় শিখ সম্প্রদায়ের মানুষদের নির্বিচারে খুন করে গুম করছে পাকিস্তান সরকার। যা নিয়ে পাকিস্তানের সাধারণ মানুষের মনে দিন দিন ক্ষোভ বাড়ছে বলেই জানা গিয়েছিল।

একটি আন্তর্জাতিক রিপোর্টের খবর অনুযায়ী সেইসময় সামনে এসেছিল, পাক অধিকৃত ওই এলাকাগুলিতে অর্থনৈতিক করিডর বানানোর নামে কিভাবে যথেচ্ছ অত্যাচার চালাচ্ছিল পাকিস্তানি সরকার। সেখানকার মানুষদের পাকিস্তানের সংবিধানে উল্লেখিত কোনও অধিকারই দেওয়া হচ্ছিল না। এরপরই পাকিস্তানে ইমরান বিরোধী সুর চড়তে থাকে। তবে এবার সেখানে এই ঘটনায় আগুনে ঘি পড়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!