এখন পড়ছেন
হোম > জাতীয় > পঞ্চায়েত থেকে ‘শিক্ষা’ নিয়ে মহেশতলার মতোই আগামী নির্বাচনগুলি সুষ্ঠভাবে করাতে চায় কমিশন

পঞ্চায়েত থেকে ‘শিক্ষা’ নিয়ে মহেশতলার মতোই আগামী নির্বাচনগুলি সুষ্ঠভাবে করাতে চায় কমিশন

ইভিএমেই যে তাদের সম্পূর্নরুপে আস্থা রয়েছে ফের নিজের বক্তব্যে তা বুঝিয়ে দিলেন  দেশের মুখ্য নির্বাচন কমিশনার ওমপ্রকাশ রাওয়াত।শনিবার কোলকাতার বনিকসভার এক অনুষ্টানে বাংলার সদ্যসমাপ্ত পঞ্চায়েত নির্বাচন নিয়ে তার কৌশলি মন্তব্য,যখন একটি ভোট আসে তখন তারা অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে সঠিক পথে নির্বাচনকে পরিচালনা করতে চান।পাশাপাশি এদিন রাজ্যে সদ্য সমাপ্ত মহেশতলা উপনির্বাচনের সঠিক ভোটদান নিয়ে তার মন্তব্য,”আপনারা মহেশতলা দেখেছেন,সেখানে সুষ্ঠভাবে ভোট হয়েছে।”

রাজ্যে “মার্চেন্ট চেম্বার অব কমার্স এবং ইন্ডাষ্ট্রি”র উদ্যোগে আয়োজিত এক আলোচনাসভায় যোগ দিতেই এদিন শহরে এসেছিলেন রাওয়াত।উল্লেখ্য রাজ্যে এবারের পঞ্চায়েত ভোটে রাজ্য নির্বাচন কমিশনারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধীরা।এ প্রসঙ্গেও এদিন তিনি বলেন,”একটা সাংবিধানিক সংস্থা হয়ে অপর একটি সংস্থার বিরুদ্ধে কোনো মন্তব্য করব না।”

সূত্রে খবর,বিকেলে রাজারহাটে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও দফতরের বিভিন্ন কর্তাদের সাথে একপ্রস্থ বৈঠকও সারেন রাওয়াত।বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান,”মহেশতলার ভোট দেখেছেন।কোনো চিন্তা নেই।পরবর্তী নির্বাচন সুষ্ঠভাবেই হবে।”সূত্র মারফত এও জানা গেছে যে বৈঠকে রাজ্যের পঞ্চায়েতের অশান্তি হিসাবে অনেকেই পুলিশকে নিয়ন্ত্রন করার ক্ষেত্রে রাজ্য নির্বাচনের গা ঢিলেমি মনোভাবকেই দায়ী করেছেন।অবশ্য এই বিতর্কে সম্পূর্নরুপে নিজের জবাব এড়িয়ে তিনি বলেন,”এটা বিতর্কের বিষয়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন ইভিএমের দোষত্রুটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের করা মন্তব্যে জল ঢেলে দেন তিনি।”হতাশাজনক মন্তব্য,গেট ওয়েল সুন”বলে অভিযোগকারী দলগুলিকে কটাক্ষ করেন তিনি।

সম্প্রতি দেশের বিভিন্ন উপনির্বাচনে ফলাফলের পরেই 2019 এর লোকসভা নির্বাচন এগিয়ে আনার দাবি তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।এই প্রসঙ্গেও দেশের মুখ্য নির্বিচন কমিশনার বলেন,”আমরা আইন মেনে লোকসভা বা বিধানসভার মেয়াদ শেষের ছ মাস আগে ভোট করাতে পারি।”তার আগে ভোট করা যে সম্ভব নয় তাও স্পষ্ট করেন তিনি।কমিশন সূত্রে খবর,লোকসভা ও বিধানসভা ভোট একিসঙ্গে করার ক্ষেত্রে আইন কমিশনের সঙ্গে আলোচনাও সেরে রেখেছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন।তবে এইভাবে ভোট করতে গেলে সংবিধান সংশোধন এরও যে অনেক প্রয়োজন তা মনে করাতে ভোলেননি দেশের মুখ্য নির্বাচন কমিশনার।সব মিলিয়ে এদিন কোলকাতায় এসে অনেক ব্যাপারেই নিজেদের বক্তব্য স্পষ্ট করে গেলেন ওমপ্রকাশ রাওয়াত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!