এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস >  “পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে মূল লড়াই বিজেপির” বাম, কংগ্রেসকে কটাক্ষ শুভেন্দুর!‌

 “পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে মূল লড়াই বিজেপির” বাম, কংগ্রেসকে কটাক্ষ শুভেন্দুর!‌


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী সহ একাধিক দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে ভারতীয় জনতা পার্টি। তবে বিজেপির পাশাপাশি বাম এবং কংগ্রেসের পক্ষ থেকেও দাবি করা হচ্ছে, তারা এই বিষয় নিয়ে লড়াই করেছে। আর সেই প্রসঙ্গেই মন্তব্য করতে গিয়ে বিরোধী শক্তি হিসেবে বিজেপি যে মানুষের নিরাপত্তা নিয়ে এবং পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মূল লড়াই লড়েছেন, তা স্পষ্ট করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুঝিয়ে দিলেন, এক্ষেত্রে তৃণমূল বিরোধী অন্যান্য রাজনৈতিক দলগুলোর কোনো মূল্য নেই।

প্রসঙ্গত, এদিন এই বিষয়ে পরোক্ষে বাম এবং কংগ্রেসের উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেন, “পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী সহ বিভিন্ন দাবি নিয়ে প্রথম আদালতে গিয়েছিল ভারতীয় জনতা পার্টি। তারাই মূল লড়াইটা করেছে। আর বাকি যারা রয়েছে, তারা এই লড়াইয়ে সুফল নেওয়ার চেষ্টা করছে।”বলা বাহুল্য, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হওয়ার পর তৃণমূলকে প্রবলভাবে চাপে ফেলে দিচ্ছেন। বারবার তিনি বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে, তিনি সেটিং বিরোধ করা বিরোধী দলনেতা নন।

অতীতে কংগ্রেস এবং বামেরা বিরোধী দলে থাকার সময় তৃণমূলের সঙ্গে সেটিং করে চলতো বলেও দাবি করেন শুভেন্দু অধিকারী। আর এই পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচন নিয়ে শাসকদলের বিরুদ্ধে মূল লড়াই এবং দাবিকে কেন্দ্র করে আদালতের দ্বারস্থ হয়ে বিজেপিই লড়াই করছে বলে জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। এক্ষেত্রে বাম এবং কংগ্রেস কৃতিত্ব নিতে চাইলেও, তারা যে কিছুই করেনি, সে কথাও স্পষ্ট করলেন শুভেন্দু অধিকারী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!