এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “বিজেপি ক্ষমতায় এলে দু হাজার টাকা” পঞ্চায়েতের মুখে মহিলাদের বড় প্রতিশ্রুতি শুভেন্দুর!

“বিজেপি ক্ষমতায় এলে দু হাজার টাকা” পঞ্চায়েতের মুখে মহিলাদের বড় প্রতিশ্রুতি শুভেন্দুর!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বর্তমানে রাজ্যের মহিলাদের স্বনির্ভর করতে নতুন প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। লক্ষীর ভান্ডার প্রকল্পের মধ্যে দিয়ে সাধারণ মহিলাদের আর্থিক সাহায্য করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তবে বারবার সেই প্রকল্পকে কটাক্ষ করেছে বিরোধীরা। কিন্তু এবার পঞ্চায়েত নির্বাচনের প্রচার করতে গিয়ে বিজেপি ক্ষমতায় এলে 500 নয়, 2 হাজার টাকা করে মা বোনেদের দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, এদিন একটি নির্বাচনী প্রচারে বক্তব্য রাখেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আমরা যদি ক্ষমতায় আসি, তাহলে ৫০০ টাকা করে নয়। আমি রাজ্য সভাপতির কথার সঙ্গে সম্মতি রেখেই বলছি, আমরা ক্ষমতায় আসলে মা-বোনেদের ২০০০ টাকা করে দেব।”

বলা বাহুল্য, কিছুদিন আগেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার লক্ষ্মীর ভান্ডার নিয়ে রাজ্যকে কটাক্ষ করেছিলেন। প্রতিশ্রুতি দিয়েছিলেন, যদি বিজেপিকে ক্ষমতায় আনে বাংলার মানুষ, তাহলে দু হাজার টাকা করে দেবে ভারতীয় জনতা পার্টি। আর এবার রাজ্য সভাপতির সুরে সুর মিলিয়ে পঞ্চায়েত নির্বাচনের মুখে মা-বোনেদের নিয়ে বড় প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু অধিকারী।

যদিও বা শাসকদলের ঘনিষ্ঠমহলের দাবি, যারা লক্ষ্মীর ভান্ডারকে সবসময় ভাতা ভর্তুকি দিয়ে রাজ্য চালানোর সঙ্গে তুলনা করেন, তারা কেন আবার সেই পথেই হাঁটতে চাইছেন! তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়কেই মডেল করে এগিয়ে যেতে চাইছেন বিজেপি নেতারা! সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!