এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “পাপ কাজ করতে এসেছেন” বালেশ্বরে আহত ব্যক্তিদের রাজ্যে নিয়ে যেতেই কটাক্ষ শুভেন্দুর!

“পাপ কাজ করতে এসেছেন” বালেশ্বরে আহত ব্যক্তিদের রাজ্যে নিয়ে যেতেই কটাক্ষ শুভেন্দুর!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ওড়িষার বালেশ্বরে ঘটে গিয়েছে ভয়াবহ রেল দুর্ঘটনা। প্রচুর মানুষের মৃত্যু হয়েছে। অনেকে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে ওড়িশায় যখন তাদের চিকিৎসা চলছে, ঠিক তখনই অনেক আহত ব্যক্তিকে বাংলায় নিয়ে যাচ্ছে রাজ্য সরকার। আর সেই বিষয়টি তুলে ধরেই রাজ্যকে কড়া ভাষায় আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা একেবারেই ভালো নয়। তাই সেখানে এই সমস্ত লোককে নিয়ে গিয়ে তাদের আরও মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, এদিন এই বিষয় নিয়ে শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “আরে এরা পাপ কাজ করছে. দুজন উচ্চপদস্থ আধিকারিক এখান থেকে নয় জনকে বাংলায় নিয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা বেহাল। বাংলায় কিচ্ছু নেই। হাড় জোড়া লাগানোর চিকিৎসক নেই। এখানে ভালো চিকিৎসা হচ্ছে। বাইরে থেকে টিম এসেছে। কিন্তু এদেরকে ওখানে নিয়ে যাওয়া হচ্ছে। ওখানে নিয়ে গেলে এরা মরে যাবে।”

বিশেষজ্ঞদের মতে, রেল দুর্ঘটনা ঘটার পর থেকেই কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে ওড়িশা সরকার, সর্বতোভাবে আহত ব্যক্তিদের জোর কদমে চিকিৎসা করার চেষ্টা করছেন। কিন্তু তার মাঝেই বাংলার পক্ষ থেকে রাজ্যের যারা আহত রয়েছেন, তাদের পশ্চিমবঙ্গে নিয়ে আসা হচ্ছে। আর এবার সেই বিষয় নিয়েই প্রশ্ন তুলে দিলেন শুভেন্দু অধিকারী। তার দাবি, বাংলার স্বাস্থ্য ব্যবস্থা একেবারেই ঠিক নেই। তাই গুরুতর আহত ব্যক্তিদের বাংলায় নিয়ে আসা মোটেই ঠিক হচ্ছে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!