এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা পরিস্থিতিতে স্কুল খোলা নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিলেন শিক্ষমন্ত্রী, জেনে নিন বিস্তারিত

করোনা পরিস্থিতিতে স্কুল খোলা নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিলেন শিক্ষমন্ত্রী, জেনে নিন বিস্তারিত


রাজ্যে করোনা সংক্রমণ উত্তরোত্তর হারে ক্রমাগতই বৃদ্ধি পাচ্ছে। এরমধ্যে গত তিন মাস ধরে বন্ধ রয়েছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি। করোনা সংক্রমণ ঠেকাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও স্থগিত রাখা হয়। পরবর্তী ক্ষেত্রে অবশ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন নির্ধারিত করা হয়। কিন্তু অন্যান্য শিক্ষার্থীদের জন্য এই মুহূর্তে স্কুল খোলার কোন রকম বার্তা রাজ্যের তরফে দেওয়া হচ্ছে না।

গত শনিবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন যেহেতু করোনা পরিস্থিতি রাজ্যে এখনও পর্যন্ত উদ্বেগজনক অবস্থায় রয়েছে তাই শিক্ষার্থীদের জন্য এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি খোলা যাবে না। এমনকি আগামী মাস অর্থাৎ জুলাইতে স্কুল গুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। দীর্ঘদিন পড়াশোনা বন্ধ থাকার কারণে এদিকে প্রভাব পড়ছে শিক্ষার্থীদের ওপরেও। কার্যত নতুন শিক্ষাবর্ষ নিয়েও ভাবনা চিন্তা চলছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে নতুন শিক্ষাবর্ষ কিভাবে চালু হবে সে বিষয়ে আলোচনার পর‌ই বিস্তারিত ভাবে জানানো হবে। এদিকে শিক্ষামন্ত্রীর নির্দেশ অনুযায়ী আগস্টের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফল এবং জুলাই মাসের মধ্যেই প্রকাশিত হবে মাধ্যমিকের ফল। কিন্তু মাধ্যমিকের ফল প্রকাশিত হওয়ার পর একাদশ শ্রেণীতে কিভাবে ভর্তি নেয়া হবে সেই বিষয়েও রাজ্যের শিক্ষা দপ্তর ভাবনা চিন্তা করা শুরু করেছে বলে জানা গেছে।

মূলত নিরাপত্তার জন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে খবর। স্কুলে গেলে বাচ্চাদের মধ্যে করোনা সর্তকতা কতখানি জিইয়ে রাখা যাবে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বিশেষজ্ঞ মহলের। প্রসঙ্গত রাজ্যে কনটেইনমেন্ট জোন গুলোতে ৩০শে জুন পর্যন্ত লকডাউন বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু লকডাউন উঠে গেলেই যে শিক্ষার্থীরা স্বাভাবিক নিয়মে স্কুলে আসবে সে বিষয়ে কোনরকম মন্তব্য এখনোও রাজ্য সরকারের তরফে প্রকাশ করা হয়নি।

কারণ শুধুমাত্র স্কুল খুললেই হলোনা মেনে চলতে হবে করোনা সংক্রান্ত নির্দিষ্ট নিয়ম নীতি। মেনে চলতে হবে সামাজিক দূরত্ব। কিন্তু বাচ্চারা স্কুলে এলে কতখানি সামাজিক দূরত্ব বজায় রাখতে পারবে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বলে ধারণা বিশেষজ্ঞ মহলের। তাই পরিস্থিতি যতদিন না স্বাভাবিক অবস্থায় ফিরছে ততদিন পর্যন্ত স্কুল না খোলাই উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এই বিষয়ে রাজ্য ও কেন্দ্র সরকার ঠিক কি সিদ্ধান্ত নেন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!