এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানকে তীক্ষ্ণ ভাষায় ব্যঙ্গ ও কটাক্ষ রাহুল গান্ধীর

প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানকে তীক্ষ্ণ ভাষায় ব্যঙ্গ ও কটাক্ষ রাহুল গান্ধীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ মে মাসের শেষ রবিবার রেডিওতে মন কি বাত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ এই অনুষ্ঠানের ৭৭ তম পর্ব ছিল। যেখানে প্রধানমন্ত্রী করোনা সংকটকালে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও করোনা যোদ্ধাদের ভূয়শী প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন, দেশে অক্সিজেনের অভাব মেটাতে নতুন নতুন অক্সিজেন প্লান্ট গড়ে তোলার কাজ শুরু হয়েছে। রাজ্যগুলোর হাতেও অক্সিজেন রাখার ব্যবস্থা করা হবে। যার ফলে আপদকালীন সময়ে দ্রুত অক্সিজেনের সরবরাহ করা যাবে। এর সঙ্গে সঙ্গেই দেশের অর্থনীতিতে কৃষিক্ষেত্র ও কৃষকদের ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। কিন্তু প্রধানমন্ত্রীর এই মন কি বাত অনুষ্ঠানকে তীব্র কটাক্ষ করেছেন রাহুল গান্ধী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ টুইট করে রাহুল গান্ধী জানিয়েছেন যে, করোনার বিরুদ্ধে লড়াই করতে গেলে সঠিক ইচ্ছা, নীতি ও অনুশাসনের প্রয়োজন। মাসে একবার করে অর্থহীন কথা অপ্রয়োজনীয়। প্রসঙ্গত, দেশে করোনার সংক্রমণ শুরু হতেই বারবার কেন্দ্রকে দোষারোপ করেছেন রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকারের সঠিক পরিকল্পনা না থাকার কারণে করোনার বিরুদ্ধে লড়াইয়ে বার বার পিছিয়ে পড়েছে দেশ।

রাহুল গান্ধী অভিযোগ করেছেন, করোনার সঙ্গে লড়াইয়ে উপযুক্ত পরিকল্পনা সাজাতে পারেনি কেন্দ্রীয় সরকার। যে কারণে দেশে করোনা সংক্রমণ তীব্র আকারে ছড়িয়ে পড়েছে। দেশে করোনা সংক্রমনের জন্য বারবার কেন্দ্রকে দোষারোপ করার পর, রাহুল গান্ধীকেও একাধিকবার কটাক্ষ করেছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। তাঁকে দায়িত্বজ্ঞানহীন বলেও মন্তব্য করা হয়েছে। তবে, এরপরে ও নিজের অবস্থান থেকে এক বিন্দু সরে আসেননি রাহুল গান্ধী। আজ প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান নিয়ে তাঁকে তীক্ষ্ণ ভাষায় কটাক্ষ করেছেন তিনি

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!