এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পরপর দু’দিন বন্ধ থাকবে শহরের গুরুত্বপূর্ণ একটি ফ্লাইওভার, দুর্ভোগের আশঙ্কা আমজনতার

পরপর দু’দিন বন্ধ থাকবে শহরের গুরুত্বপূর্ণ একটি ফ্লাইওভার, দুর্ভোগের আশঙ্কা আমজনতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মাঝেরহাট সেতুর ভয়াবহ বিপর্যয়ের পর থেকে রাজ্যের বিভিন্ন সেতু ও উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। নিরাপত্তার উদ্দেশে বিভিন্ন সেতুর স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় মেরামতের কাজ শুরু হয়েছে। কিছুদিন আগেই এ কারণে বন্ধ রাখা হয়েছিল শিয়ালদার নিকটস্থ বিদ্যাপতি সেতু। এবার বন্ধ থাকতে চলেছে আম্বেদকর উড়ালপুল।

জানা গেছে, ইএম বাইপাসের উপরে অবস্থিত আম্বেদকর উড়ালপুলের দক্ষিণমুখী পথ দু দিনের জন্য বন্ধ রাখা হবে। এসময় চলবে উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা। আগামী শুক্রবার রাত ১২ টা থেকে শুরু করে আগামী সোমবার সকাল ৬ টা পর্যন্ত এই উড়ালপুলের একাংশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে যে, ইএম বাইপাসের উপরে অবস্থিত আম্বেদকর সেতুর স্বাস্থ্য পরীক্ষা ও ভার বহন ক্ষমতার পরীক্ষা করা হবে। এই আম্বেদকর সেতুটি রয়েছে রুবি থেকে সায়েন্সসিটি যাওয়ার পথে। এর দক্ষিণমুখী রাস্তা বন্ধ থাকবে। জানানো হয়েছে, এই দুদিন আম্বেদকর সেতুর উত্তরমুখী রাস্তা দিয়ে দুদিকের যান চলাচলের ব্যবস্থা করা হবে।

অর্থাৎ, সেতুর দক্ষিণমুখী পথ বন্ধ থাকার কারণে, উত্তরমুখী পথ দিয়ে দুদিকের যান চলাচল করবে। এর ফলে যথেষ্ট পরিমাণ যানজটের আশঙ্কা থেকে যাচ্ছে। কারণে, এমনিতেই অত্যন্ত ব্যস্ত এই রাস্তায় প্রচুর যান চলাচল করে থাকে। সেখানে একটি লাইন বন্ধ হয়ে গেলে তীব্র যানজটের আশঙ্কা আছে। তবে একটাই স্বস্তি যে, শনিবার ও রবিবার যানজটের চাপ কিছুটা হলেও সাধারণত কম থাকে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!