এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > পরিযায়ী শ্রমিকদের লালারস সংগ্রহের কাজ স্থগিত, আসছে না টেস্ট রেজাল্ট! ক্ষোভ বাড়ছে উত্তরবঙ্গে

পরিযায়ী শ্রমিকদের লালারস সংগ্রহের কাজ স্থগিত, আসছে না টেস্ট রেজাল্ট! ক্ষোভ বাড়ছে উত্তরবঙ্গে


যত দিন যাচ্ছে, ততই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আর এই পরিস্থিতিতে পরিস্থিতি আয়ত্তে আনার জন্য সকলেই দাবি করছেন, বেশি পরিমাণে টেস্ট করার। তবে তা সত্ত্বেও টেস্ট করার ক্ষেত্রে তীব্র অসন্তোষ তৈরি হয়েছিল উত্তরবঙ্গে। টানা 6 দিন ধরে বন্ধ ছিল উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো লালারস নমুনার পরীক্ষা। তবে চলতি সপ্তাহের সোমবার থেকে শুরু হলেও, বুধবার আবার তা বন্ধ হয়ে যাওয়ায় তীব্র সংকট সৃষ্টি হল। অনেকে বলছেন, এর ফলে সরাসরি পরিচয় শ্রমিকদের থেকে লালারস নমুনা সংগ্রহের ওপর ব্যাপক প্রভাব পড়বে।

প্রসঙ্গত উল্লেখ্য, চতুর্থ দফার লকডাউন শুরু হওয়ার পর থেকেই আলিপুরদুয়ার জেলায় ভিন রাজ্য থেকে শ্রমিকরা আসতে শুরু করে। যার ফলে তাদের লালারস নমুনা সংগ্রহের ওপর অনেকটা চাপ পড়ে যায়। যারা অনেকটা প্রভাব এসে পড়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। কিন্তু সেখানেও একের পর এক নমুনা করার সংখ্যা বাড়তে শুরু করলে গত 2 জুন আলিপুরদুয়ার থেকে মেডিকেল কলেজের নমুনা পাঠানো একেবারে বন্ধ হয়ে যায়। যার ফলে ব্যাপক সমস্যা তৈরি হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে পরিস্থিতি সামাল দিতে সম্প্রতি আলিপুরদুয়ারে আসেন উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সুশান্ত রায়। যেখানে জেলার প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সঙ্গে বৈঠক করে সোমবার থেকে আলিপুরদুয়ারের নমুনা মেডিকেল কলেজে পাঠানো যাবে বলে জানিয়ে দেন তিনি। সেই অনুযায়ী সোমবার থেকে তা শুরুও হয়েছিল। কিন্তু বুধবার আবার তা বন্ধ হয়ে যাওয়ায় এখন ব্যাপক সমস্যার মুখে পড়েছেন স্বাস্থ্য কর্তারা। কিন্তু কেন এমনটা হল? জানা গেছে, মঙ্গলবার যে নমুনা সংগ্রহ করা হয়েছিল, বুধবার তা পাঠানোর কথা ছিল। কিন্তু মেডিকেল কলেজের পক্ষ থেকে বারণ করায় তা আর পাঠানো সম্ভব হয়নি।

এদিন এই প্রসঙ্গে মেডিক্যাল কলেজের এক কর্তা বলেন, “কেন এমন হল, খতিয়ে দেখা হবে।” অন্যদিকে করোনা মোকাবিলায় উত্তরবঙ্গের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সুশান্ত রায় বলেন, “হয়তো জমে থাকা নমুনা পরীক্ষার কাজ শেষ করার জন্য এটা হয়েছে। বৃহস্পতিবার থেকে আর কোনো সমস্যা থাকবে না।” তবে দুদিন পরিস্থিতি স্বাভাবিক থাকার পর যেভাবে আবার নমুনা পরীক্ষার বিষয়টি বন্ধ হয়ে গেল, তাতে উত্তরবঙ্গে পরিযায়ী শ্রমিক আসার মুহূর্তে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। এখন কবে গোটা বিষয়টির সমাধান হয়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!