এখন পড়ছেন
হোম > জাতীয় > পোস্ট অফিসের এই স্কীমে মাত্র ৫ বছরেই মিলবে প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা! জেনে নিন বিস্তারিত ভাবে

পোস্ট অফিসের এই স্কীমে মাত্র ৫ বছরেই মিলবে প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা! জেনে নিন বিস্তারিত ভাবে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট সঞ্চয়ের ভাঁড়ার যেখানে ক্রমশ শূন্য হয়ে আসতে চলেছে, ঠিক সেই সময় ভারতীয় পোস্ট অফিস এমন একটি অফার নিয়ে এসেছে সাধারণের জন্য যা তাঁদের সঞ্চয়কে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারবে। সাধারণত ব্যাংকগুলোতে সুদের পরিমাণ দিনের পর দিন কমে যাচ্ছে। এবং তাতে মুশকিলে পড়ছে সাধারণ মানুষ। এই অবস্থায় ত্রাতা হয়ে দেখা দিয়েছে পোস্ট অফিসগুলি। রীতিমত ভারতীয় ব্যাঙ্কগুলিকে পরিষেবা ও সুরক্ষা নিয়ে প্রতিযোগিতায় ফেলতে পারে পোস্ট অফিস বলে মনে করেন বিশেষজ্ঞরা।

বর্তমানে পোস্ট অফিসে ব্যাংকের সমস্ত রকম সুবিধাই পাওয়া যায় বলে জানা গেছে। যেকোন মানুষ এখন পোস্ট অফিসে গিয়ে ন্যূনতম কুড়ি টাকা দিয়ে একটি অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন। আর সেক্ষেত্রে খুব স্বাভাবিক ভাবেই সাধারণ মানুষ ব্যাংকের থেকে পোস্ট অফিসের দিকেই বেশি ঝুঁকবে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে অবশ্য পোস্ট অফিসের বিকল্প নেই। অন্যতম সুরক্ষিত স্থান হিসেবে পোস্ট অফিস এগিয়ে রয়েছে সর্বক্ষেত্রে। অন্যদিকে পোস্ট অফিস এমন একটি স্কিম নিয়ে এসেছে বর্তমানে যা রীতিমতো চমকপ্রদ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই স্কিমের মাধ্যমে সুদ পাওয়া যাচ্ছে 7.4 শতাংশ। তবে জানা গেছে, দুর্দান্ত লোভনীয় এই স্কিমটি শুধুমাত্র সিনিয়র সিটিজেনদের জন্য। এবং সেই অনুযায়ী এই স্কিমটির নাম রাখা হয়েছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। চাকরি থেকে অবসর নেওয়ার পর যাতে সিনিয়র সিটিজেনরা কোনরকম অসুবিধার মুখে না পড়েন, তার জন্যই এই স্কিম। এই স্কিমের আওতায় অ্যাকাউন্ট খুলতে গেলে বয়স কমপক্ষে 60 বছর হতেই হবে। তবে যাঁরা স্বেচ্ছায় অবসর নেবেন, তাঁরাও এই স্কিমে টাকা রাখতে পারেন। জানা যাচ্ছে, এককালীন যদি কেউ 10 লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে পাঁচ বছর পর তাঁর শুধুমাত্র সুদ আসবে 4 লক্ষ 28 হাজার টাকা। তবে এক্ষেত্রে একটি বাধ্যতামূলক নিয়ম আছে।

সেটি হল এই স্কিমে 15 লক্ষর বেশি টাকা রাখা যাবেনা। অন্যদিকে টাকা ম্যাচিওর হবার পর বিনিয়োগের মেয়াদ ভবিষ্যতে বাড়াতে চাইলে বাড়ানো যাবে বলে জানা গেছে। জয়েন্ট অ্যাকাউন্টেও এই সুবিধা মিলবে বলে পোস্ট অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে, সিনিয়র সিটিজেনরা একটা সময় গিয়ে নিজেদের সঞ্চিত অর্থ দিয়েই জীবনযাপন করেন। সেক্ষেত্রে তাঁদের সঞ্চিত অর্থ কে আরো কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার এই পদক্ষেপ পোস্ট অফিসের নিঃসন্দেহে প্রশংসনীয়। এক্ষেত্রে বলাই যায়, ব্যাংকের থেকে পোস্ট অফিস বেশ কয়েক কদম এগিয়ে গেল এই স্কিমের মাধ্যমে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!