এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > “পোস্টার বানানোর জন্য পয়সা আছে, কিন্তু সেফটি জ্যাকেট কিনে দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে পয়সা নেই ” – বিস্ফোরক দাপুটে বিজেপি নেত্রী

“পোস্টার বানানোর জন্য পয়সা আছে, কিন্তু সেফটি জ্যাকেট কিনে দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে পয়সা নেই ” – বিস্ফোরক দাপুটে বিজেপি নেত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল সন্ধ্যা ৬ টায় স্ট্যান্ড রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডকে ঘিরে যখন কেন্দ্র ও রাজ্যের সংঘাত তীব্র আকার ধারণ করেছে। রেলের বিরুদ্ধে যখন অসহযোগিতার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আবহে মুখ্যমন্ত্রীকে নানাবিধ ইস্যুতে তীব্রভাবে কটাক্ষ করলেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল। সাংবাদিকদের সামনে তিনি জানালেন যে, পোস্টার বানানোর জন্য রাজ্য সরকারের কাছে পয়সা আছে, কিন্তু যারা দমকলে কাজ করেন, তাঁদের সেফটি জ্যাকেট কিনে দেবার মত পয়সা রাজ্য সরকারের কাছে নেই।

আজ গনমাধ্যমের সামনে রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল মুখ্যমন্ত্রী তথা রাজ্যের শাসক দল তৃণমূলকে একাধিক ইস্যুতে কাঠগড়ায় তুলেছেন। গণমাধ্যমে তিনি জানিয়েছেন, পার্কস্ট্রিটে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার আজ পর্যন্ত কোনো সুরাহা করা হয়নি। তিনি প্রশ্ন করেছেন যে, রাজারহাটের কিছু মানুষ পুকুরের উপর বাঁশ দিয়ে বাড়ি তৈরি করে আছে কেন? কেন তাদের সেখানে থাকার অনুমতি দেয়া হয়েছে? এমন একাধিক প্রশ্ন তুলেছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপরই তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে জানিয়েছেন যে, বাংলা নিজের মেয়েকেই চায়, এই পোস্টার বানানোর জন্য পয়সা আছে রাজ্য সরকারের। কিন্তু যারা ফায়ার ব্রিগেডে কাজ করছেন, তাঁরা নিজেদের লাইফ রিক্স নিয়ে কাজ করছেন। কিন্তু তাঁদের সেফটি জ্যাকেট কিনে দেবার মত রাজ্য সরকারের কাছে পয়সা নেই। তিনি জানালেন, কলকাতাতে এটা প্রথম নয়, এর আগেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাজারহাটে এমন ঘটনা ঘটেছে। এ বিষয়ে কেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না? প্রশ্ন করেছেন তিনি।

এর পর সাংবাদিকদের কাছে তিনি জানান যে, এখানে তিনি রাজনীতি করতে আসেননি। তিনি রেজাল্ট চান, কমিটি চান না। এর আগেও তিনি এমন অনেক কমিটি দেখেছেন বলে জানালেন। আবার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন অসহযোগিতার। তিনি জানিয়েছিলেন, রেলের তরফ থেকে কাউকে আসতে দেখা যায়নি। একটা ম্যাপ চাওয়া হয়েছিল, কোন সহযোগিতা করেনি রেল। এই দুর্ঘটনা নিয়ে তিনি কোন রাজনীতি করতে চান না। পুরোটাই রেলের জায়গা। রেলের কেউ এসেছেন কিনা? সে বিষয়ে খোঁজ নিতে এসেছিলেন তিনি, কিন্তু কাউকে দেখতে পাননি।

মুখ্যমন্ত্রীর এই অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, রেলের পক্ষ থেকে সমস্ত রকম সহযোগিতা করা হয়েছে। এই ঘটনায় যাদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ও তাঁদেরকে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!