এখন পড়ছেন
হোম > জাতীয় > বদলে যাচ্ছে রেলযাত্রার পরিচিত ছবি! যুগান্তকারী পরিবর্তন আসছে টিকিট বুকিংয়ে! জানুন বিস্তারে

বদলে যাচ্ছে রেলযাত্রার পরিচিত ছবি! যুগান্তকারী পরিবর্তন আসছে টিকিট বুকিংয়ে! জানুন বিস্তারে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – অ্যামাজন এতদিন পর্যন্ত বিভিন্ন বস্তুর কেনাকাটার জায়গা ছিল। কিন্তু এবার অ্যামাজন থেকে কাটা যাবে দূরপাল্লার ট্রেনের টিকিটও। এরকমই একটি সুযোগ এনে দিচ্ছে আমাজন ই-কমার্স সংস্থা। অ্যামাজন এর মাধ্যমে আগেই বিমান এবং বাসের টিকিট কাটা যেত এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে পেমেন্ট করা যেত। এবার তার সাথেই নতুন করে যোগ হচ্ছে দূরপাল্লার ট্রেনের টিকিট কাটার ব্যবস্থা। সম্প্রতি অ্যামাজন ইন্ডিয়া এবং আইআরসিটিসির মধ্যে চুক্তি হয় এবং তারপরেই অ্যামাজনের পক্ষ থেকে ঘোষণা করা হয় এবার থেকে একটি অ্যাপের মাধ্যমেি রেল, সড়ক এবং বিমানের টিকিট কাটার সুযোগ এসে গেল হাতের নাগালে।

কোন কেনাকাটায় অ্যামাজনে যে রকম ছাড় পাওয়া যাবে, ঠিক সেরকম ভাবেই এবাইয়,দূরপাল্লার ট্রেনের টিকিটের ক্ষেত্রেও একই ভাবে ছাড়ের সুযোগ দিচ্ছে অ্যামাজন। জানা গেছে, প্রথমবার টিকিট কাটার সাথে সাথে 10% ক্যাশব্যাক পাওয়া যাবে এবং অ্যামাজনের প্রাইম মেম্বাররা ক্যাশব্যাক পাবেন 12%। অ্যামাজনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ক্যাশব্যাক অফারটি আগামী 15 ই নভেম্বর পর্যন্ত চালু থাকবে। আইআরসিটিসি ওয়েবসাইটের মতই দূরপাল্লার যেকোনো ট্রেনের খোঁজ পাওয়া যাবে এবার থেকে অ্যামাজনে। এমনকি কোন ট্রেন, কোন শ্রেণীতে কত আসন খালি রয়েছে তা জানার পাশাপাশি পিএনআর নাম্বার স্ট্যাটাসও জানা যাবে অ্যামাজনে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সিনিয়র সিটিজেন সহ বিভিন্ন কোটার টিকিট পাওয়া যাবে যেমন, ঠিক সেরকম টিকিটের দাম মেটানোর জন্য যেকোন ডিজিটাল মাধ্যম ব্যবহার করা যাবে। তবে আমাজন পে ব্যবহার করলে বাড়তি কিছু সুযোগ পাওয়া যাবে বলে জানা গেছে। অন্যদিকে টিকিট বাতিলের ক্ষেত্রেও রিফান্ডের টাকা অ্যামাজন পে ওয়ালেটে জমা হয়ে যাবে। এ প্রসঙ্গে অ্যামাজন পে এর ডিরেক্টর বিকাশ বনশল জানিয়েছেন, আইআরসিটিসির সঙ্গে অ্যামাজনের যুক্ত হওয়ার কারণে গ্রাহকরা এবার ট্রেনের টিকিট থেকে শুরু করে সমস্ত সুবিধা পাবেন একটিমাত্র অ্যাপে। বলা যেতে পারে অ্যামাজন হয়ে উঠতে চলেছে ওয়ানস্টপ ডেস্টিনেশন।

অন্যদিকে অ্যামাজন এর পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো সমস্যা সমাধানের জন্য এবার থেকে 24 ঘন্টাই খোলা থাকবে অ্যামাজন হেল্পলাইন। বিশেষজ্ঞদের মতে, অ্যামাজন যেভাবে ধাপে ধাপে সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আসছে একটি মাত্র অ্যাপের অন্দরে, তা যথেষ্ট প্রশংসনীয়। অন্যদিকে ক্রেতাদের সুযোগ-সুবিধার দিকেও যথেষ্ট নজর রাখা হচ্ছে। বলা যেতে পারে, অ্যামাজন ইন্ডিয়া দেশের অন্যান্য ই-কমার্স সংস্থাগুলিকে কড়া প্রতিযোগিতার মুখে ফেলছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!