এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > পৌরভোট নিয়ে ফের মামলা বিজেপির, ব্যাপক চাপে কমিশন!

পৌরভোট নিয়ে ফের মামলা বিজেপির, ব্যাপক চাপে কমিশন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কলকাতা পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে বারবার আদালতের দ্বারস্থ হচ্ছে ভারতীয় জনতা পার্টি। তাদের কোনো অভিযোগ খারিজ হচ্ছে, আবার কোনো অভিযোগকে মান্যতা দেওয়া হচ্ছে। আর এই পরিস্থিতিতে এবার আবারও আজ একটি বিষয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন বিজেপি প্রার্থী। যেখানে কমিশনের নিয়ম অনুযায়ী কোনো বুথে যদি কেউ পোলিং এজেন্ট হয়, তাহলে তাকে সেই বুথের বাসিন্দা হতে হবে। কিন্তু বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে, একটি ওয়ার্ডের মধ্যে থাকলে তাকে যেন যে কোনো বুথেই এজেন্ট হিসেবে বসানো হয়। এক্ষেত্রে যেন কমিশন কোনো আপত্তি না করে। আর এই বিষয়টিকে হাতিয়ার করেই আদালতের দ্বারস্থ হল ভারতীয় জনতা পার্টি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আজ এই ব্যাপারে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেন এক বিজেপি প্রার্থী। যেখানে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে, একটি ওয়ার্ডের যদি কোনো বাসিন্দা থাকে, তাহলে তাকে যেন সমস্ত বুথের পোলিং এজেন্ট বসতে কোনো আপত্তি না থাকে। অর্থাৎ কমিশনের যে নিয়ম আছে, সেই নিয়মে যাতে বদল আনা হয়। আর তার জন্যই হাইকোর্টে মামলা দায়ের করেছেন বিজেপি প্রার্থী। স্বাভাবিকভাবেই গোটা ঘটনায় কমিশন যে কিছুটা হলেও আবার চাপের মুখে পড়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না। যদিও বা এই ব্যাপারে শেষ পর্যন্ত আদালত কি নির্দেশ দেয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!