এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > প্রভাবশালীর বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক হেভিওয়েট তৃণমূল বিধায়ক

প্রভাবশালীর বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক হেভিওয়েট তৃণমূল বিধায়ক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –কাটমানি কাণ্ডে দলের মুখ পুড়েছে। পাল্টা পুলিশ ও বিজেপির বিরুদ্ধে কিন্তু এবার তৃণমূলের বিধায়ক দিনহাটার উদয়ন গুহ ফেসবুকে বিডিওর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন। অভিযোগ বিডিও স্বজনপোষণ করছেন। বিধায়ক বলেন নিয়মবিরুদ্ধভাবে বিডিও প্রধানের দায়িত্ব উপপ্রধানকে দিয়েছেন।
জেলাজুড়ে শোরগোল পড়েগেছে এই ঘটনার।

বিধায়ক রবিবার সকালে তাঁর নিজের ফেসবুকে বিডিও জয়ন্ত দত্তের বিরুদ্ধে অভিযোগ তোলেন। বিডিও নাকি সম্পূর্ণ বেআইনি ভাবে পঞ্চায়েত আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সিদ্ধান্ত নিয়েছেন। প্রধানকে অফিসে ঢুকতে না দিয়ে উপপ্রধানকে চার্জ দিয়েছেন। এরপর যদি জেলার ১২৮টি গ্রাম পঞ্চায়েতে একই ঘটনা ঘটে জেলাশাসক তখন কি করবেন। এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে ১৩ জন পঞ্চায়েত সদস্য উপস্থিত ছিলেন বলে রেজুলেশন করেছেন তাতে মিথ্যার আশ্রয় নেওয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ওঁকে চ্যালেঞ্জ করে বলছি, ক্ষমতা থাকলে প্রমাণ করুন কোন ১৩ জন সদস্য উপস্থিত ছিলেন। তিনি সেখানে আরও লেখেন, বিডিও অফিসের মদতে নানারকম অনৈতিক কাজকর্ম হচ্ছে যা মুখ্যমন্ত্রীর দুর্নীতিমুক্ত পরিষেবা প্রদানের স্বপ্নকে ভেঙে চুরমার করে দিচ্ছে।

উদাহরণ দিয়ে বিধায়ক লেখেন, একই জমিতে চারটি মাছের ট্যাঙ্ক এই বিডিও মদতে তৈরি হয়েছে যা পুরোপুরি বেআইনি। গরিব মানুষের সহায়তার জন্য বিভিন্ন কর্মসূচি সরকার গ্রহণ করছে কিন্তু কোনও এক অজ্ঞাতকারণে প্রতিটি গ্রাম পঞ্চায়েত সেই সুযোগ সমান অনুপাত পাচ্ছে না। আমি জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেছি। আশা করি, তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।
বিডিও জয়ন্তবাবু পাল্টা বলেন, আইন মেনে সব করা হয়েছে। কে কি বললেন তা নিয়ে আমি কিছু বলতে চাই না। বিধায়ক এসব বলে এলাকার মানুষকে উত্তেজিত করে তুলতে চাইছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!