এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > প্রচারে বেড়িয়ে তৃণমূল হেভিওয়েটের বাড়িতে বিজেপি প্রার্থী, নতুন সমীকরণের ইঙ্গিত? জল্পনা তুঙ্গে

প্রচারে বেড়িয়ে তৃণমূল হেভিওয়েটের বাড়িতে বিজেপি প্রার্থী, নতুন সমীকরণের ইঙ্গিত? জল্পনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শিলিগুড়ির বিধানসভায় এবারের বিজেপি প্রার্থী শংকর ঘোষ। উল্লেখ্য, এই শংকর ঘোষ বাম প্রার্থী অশোক ভট্টাচার্যের অন্যতম স্নেহধন্য বলেই পরিচিত রাজনৈতিক মহলে। কিন্তু ভোটের আবহে বাম শিবিরে ফাটল ধরায় বিজেপি এবং নিজেদের দলে টানতে সফল হয় বামেদের অন্যতম হেভিওয়েট নেতাকে। বিজেপিতে যোগদান করার পর শংকর ঘোষ প্রার্থী টিকিট হাতে পান। 

যা নিয়ে ব্যাপক অন্তর্কলহ শুরু হয়েছে শিলিগুড়ির গেরুয়া শিবিরে। অন্যদিকে এসবে কান না দিয়ে শিলিগুড়ির বিধানসভার বিজেপি প্রার্থী শংকর ঘোষ রবিবার সকাল থেকে শুরু করে দিলেন প্রচার। আর এই প্রচারের শুরুতেই শংকর ঘোষ পা দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা পর্যটন মন্ত্রী গৌতম দেবের বাড়িতে।

যথারীতি এই ঘটনা রাজনৈতিক মহলে যথেষ্ট সাড়া ফেলেছে। এখনো পর্যন্ত রাজ্যজুড়ে এরকম কোন ঘটনা দেখা যায়নি, যেখানে প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থী তৃণমূল প্রার্থীর বাড়িতে গিয়ে হাজির হয়েছেন। জানা গিয়েছে, গৌতম দেবের বাড়িতে দীর্ঘক্ষণ ছিলেন শংকর ঘোষ। তাঁদের মধ্যে শিলিগুড়ি শহরের নানান কাজকর্ম নিয়ে আলোচনা হয়েছে। 

গৌতম বাবুর বাড়ি থেকে বেরোনোর সময় শংকর ঘোষ বাইরে থাকা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক এবং নেতাদের হাত জোড় করে প্রণাম করে আশীর্বাদ চান। যথারীতি রাজনৈতিক মহলের অনেকেই এই ঘটনার পেছনে নতুন সমীকরণের খোঁজে লেগে পড়েছেন ইতিমধ্যেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে শংকর ঘোষের কাছে যখন এ ঘটনার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি জানান, গৌতম দেবের পাড়াতে প্রচার করতে বেরিয়েছিলেন তিনি সকালে। এবং সে কারণেই তিনি মন্ত্রীর বাড়িতে দেখা করতে যান। সেখানে শুধুমাত্র সৌজন্যমূলক সাক্ষাৎ হয় তাঁদের মধ্যে। রাজনৈতিক কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন শংকর ঘোষ। 

এই সাক্ষাৎকার নিয়ে বিশেষ কোনো কথা বলেননি গৌতম দেব। অন্যদিকে সিপিআইএম থেকে বিজেপিতে যোগদান করা শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের 24 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর শংকর ঘোষ হঠাৎ করেই বাম শিবির ছেড়ে বিজেপিতে আসেন। এবং আসামাত্রই টিকিট পাওয়া মোটেই ভাল চোখে দেখেননি স্থানীয় বিজেপি শিবিরের একাংশ।

গত শনিবারেও শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে বিজেপির দার্জিলিং জেলার পুরনো নেতারা ব্যাপক ক্ষোভ উগরে দিয়েছেন। শিলিগুড়ির বিজেপি নেতারা অভিযোগ করেন, রং বদলে টিকিটের লোভে গেরুয়া শিবিরে পা দিয়েছেন শংকর ঘোষ। জয়লাভ করার পর তিনি ফিরে যাবেন। 

ইতিমধ্যেই শিলিগুড়ি শহরে শঙ্কর ঘোষের বিরুদ্ধে জায়গায় জায়গায় বিরুদ্ধ পোস্টার দেখা গিয়েছে। পাশাপাশি ওয়াকিবহাল মহলের অনেকেই কৌতুহল প্রকাশ করেছেন, বিজেপি প্রার্থী শংকর ঘোষ এবং তৃণমূল প্রার্থী গৌতম দেবের মধ্যে কথোপকথন ভোটের আবহে নতুন কোন চমক আনে কিনা! আপাতত নতুন সমীকরণ তৈরী হবার ইঙ্গিতে মুখর রাজনৈতিক মহল।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!