এখন পড়ছেন
হোম > জাতীয় > মমতার স্বপ্নে হানা প্রনবের, 2019 এ প্রধানমন্ত্রী পদে প্রাক্তন রাষ্ট্রপতিকে চাইছেন এনারা

মমতার স্বপ্নে হানা প্রনবের, 2019 এ প্রধানমন্ত্রী পদে প্রাক্তন রাষ্ট্রপতিকে চাইছেন এনারা


রাজনীতিতে চিরশত্রু চিরমিত্র বলে কোনো কথা হয় না। এবার কংগ্রেস নেতা প্রনব মুখোপাধ্যায় সম্পর্কে এনডিএর একদা জোটসঙ্গী শিবসেনার কথায় প্রবল জল্পনা তৈরি হয়েছে দেশের রাজনীতিতে। “2019 এর সাধারন নির্বাচনে বিজেপি সংখ্যাগরিষ্টতা না পেলে, প্রনব মুখার্জী হয়ে উঠতে পারেন সবার পছন্দের প্রধানমন্ত্রী পদপ্রার্থী।” শিবসেনার এমন কথায় লোকসভা নির্বাচনের আগে এক অন্য সমীকরনের ইঙ্গিত পাচ্ছে রাজনৈতিক মহল।
সূত্রে খবর, দেশের প্রাক্তন রাষ্ট্রপতি তথা কংগ্রেস নেতা প্রনব মুখোপাধ্যায়ের নাগপুরে আরএসএসের অনুষ্টানে যোগদান নিয়ে যখন সর্বত্র বিতর্ক ছড়িয়েছে তখন এনিয়ে সঙ্ঘকেই দায়ি করছে শিবসেনা। সম্প্রতি তাঁরা তাদের মুখপত্র ‘সামনা’ য় লিখেছে, প্রনব মুখোপাধ্যায়ের মত ব্যাক্তিত্বদের আমন্ত্রনের পেছনে বড় ষড়যন্ত্র রয়েছে আরএসএসের। এমনকী তাদের এও দাবি, ” শিবসেনা প্রতিষ্টাতা বালসাহেব ঠাকরেও কোনোওদিন সঙ্ঘের আমন্ত্রন পাননি।” সাথে সাথে শিবসেনা তাদের মুখপত্র ‘সামনা’ কে হাতিয়ার করে আরও তোপ দেগেছে সঙ্ঘের বিরুদ্ধে। বর্তমানে সঙ্ঘ মুসলিম তোষন করতে ইফতার পার্টিও দিচ্ছে বলে অভিযোগ এই দলের।সাথে সাথে একজন কংগ্রেসের নেতা হয়েও প্রনববাবুকে যেভাবে আরএসএসের দপ্তরে যাওয়া থেকে আটকাতে পারল না কংগ্রেস তাতে কংগ্রেসকেও কটাক্ষ করে শিবসেনার মন্তব্য, “যখন পারল না, একেবারে ভিন্ন অবস্থান নিয়ে বলল আরএসএসের অনুষ্টানে নেহেরুর আদর্শ প্রচার করেছেন প্রনব।” একইভাবে প্রনববাবু ও কংগ্রেসের বিরুদ্ধে হায়দরাবাদের এক সভায় আসাসুদ্দিন ওয়াইসি বলেন, “কংগ্রেস শেষ হয়ে গেছে।যেই ব্যাক্তি 50 বছর কংগ্রেসে কাটিয়েছেন, দেশের রাষ্ট্রপতিও ছিলেন, সেই তিনি কিনা সঙ্ঘের সদর দপ্তরে গেলেন! এরপর আর কি আশা করা যায় কংগ্রেসের কাছ থেকে?”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

ওয়াইসির আরও অভিযোগ, নাগপুরে আরএসএসের সভায় ভাষন দিয়ে প্রনব মুখোপাধ্যায় আদতে কংগ্রেসের ধর্মনিরপেক্ষ চরিত্রে আঘাত এনেছেন। এদিন তিনি নাথুরাম গডসের হাতে মহাত্মা গান্ধীর মৃত্যুতে যে সঙ্ঘের কর্তারা খুশি হয়েছিল এদিন সে কথাও মনে করান এই নেতা। সূত্রে খবর, গত 7 জুন সঙ্ঘের প্রতিষ্টাতা কে বি হেডগেওয়ারের পৈতৃক ভিটেতে গিয়ে হেডগেওয়ারকে ‘ভারতমাতার বীর সন্তান’ বলে অভিহিত করেন। আর এতেই তীব্র আপত্তির সুর চড়িয়ে কংগ্রেসের বিরুদ্ধে ওয়াইসি বলেন, ” কংগ্রেসকে দিয়ে কিছু হবে না।”
রাজনৈতিক মহল মনে করছে, এই কথা বলে সব আঞ্চলিক দলগুলোকে একত্রিত করে 2019 এর জন্য বিজেপি বিরোধী তৃতীয় ফ্রন্টেই জোর দিয়েছেন তিনি। এদিকে প্রনবাবুর এহেন আচরনে কংগ্রেসের তরফে তাকে নিয়ে তীব্র সমালোচনা হয়। এমনকী মেয়ে শর্মিষ্টা মুখোপাধ্যায়ও বাবার বিরুদ্ধে তোপ দাগেন। সব মিলিয়ে প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রবীন কংগ্রেস নেতা প্রনব মুখোপাধ্যায়ের আরএসএসের অনুষ্টানে যোগদান ঘিরে এক আলাদা রাজনৈতিক সমীকরন দেখতে পারে 2019 এর লোকসভা- এমনটাই মত ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!