প্রণব-পুত্রের তৃণমূলে যোগদান নিয়ে দ্বিধাবিভক্ত পরিবার? বোন শর্মিষ্ঠার মন্তব্যে জল্পনা! কংগ্রেস তৃণমূল রাজনীতি রাজ্য July 5, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাবা ইন্দিরা গান্ধীর সতীর্থ ছিলেন। দেশের প্রাক্তন অর্থমন্ত্রী। পাশাপাশি প্রাক্তন রাষ্ট্রপতিও বটে। এতটাই কট্টর কংগ্রেসী মনোভাবে দীক্ষিত প্রণব মুখোপাধ্যায় যে, বাড়ির দর্শন থেকে শুরু করে আলমারির টাকে রাখা বই, সমস্ত কিছুতেই ছিল দক্ষিণপন্থী ঘরানার ছোঁয়া। বাবার সেই আদর্শ নিয়েই বড় হয়েছিলেন ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় এবং মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। কংগ্রেসী ঘরানা প্রণববাবুর অবর্তমানে তারাই বহন করে নিয়ে যাবেন, এমনটাই আশা করেছিলেন কংগ্রেসী ঘরানার মানুষরা। কিন্তু রাজনীতির গতিপথ সর্বদা পরিবর্তনশীল। 2021 এর বিধানসভা নির্বাচনে জোট করেও মুখ রক্ষা হয়নি কংগ্রেসের। এই প্রথম রাজ্য বিধানসভায় একটিও প্রতিনিধি পাঠাতে সক্ষম হয়নি হাত শিবির। দীর্ঘদিন ধরেই প্রয়াত দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল নেতাদের ঘনিষ্ঠতার খবর সামনে আসতে শুরু করেছিল। অবশেষে সোমবার পাকাপাকিভাবে তৃণমূল কংগ্রেসে নাম লেখালেন অভিজিৎ মুখোপাধ্যায়। তবে দীর্ঘ কংগ্রেসের পরম্পরা যে বাড়ি থেকে রাজ্যের অনেক জেলাতেই ছড়িয়ে পড়েছিল, প্রণববাবুর অবর্তমানে তার পুত্রের এভাবে তৃণমূলে যোগদান অনেকেই ঠিকমত মেনে নিতে পারছেন না। আর এবার প্রয়াত প্রণববাবুর মেয়ে তথা অভিজিতবাবুর বোনের গলাতেও এই ব্যাপারে কি ক্ষোভের সুর? তাহলে কি তিনি দাদার সিদ্ধান্ত ঠিকমতো মেনে নিতে পারলেন না? শর্মিষ্ঠাদেবীর একটি মন্তব্যের পরিপ্রেক্ষিতে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - সূত্রের খবর, এদিন তৃণমূল ভবনে গিয়ে প্রণববাবুর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। আর তারপরেই এই ব্যাপারে তার বোন শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হলে কিছুটা হতাশ হতে দেখা যায় শর্মিষ্ঠাদেবীকে। দাদার তৃণমূলে যোগদান নিয়ে তেমন কোনো প্রতিক্রিয়া দিতে চাননি তিনি। তবে এই প্রসঙ্গে প্রণব মুখোপাধ্যায়ের কন্যা বলেন, “এই ব্যাপারে আমি কিছু জানি না। এই বিষয়ে আমার কোনো ধারণা নেই। উনি কি করবেন, না করবেন, তা নিয়ে আমার কোনো দায় নেই। তাই আমার কোনো প্রতিক্রিয়া নেই।” বিশ্লেষকরা বলছেন, বেশ কিছুদিন ধরেই দুই ভাইবোনের সম্পর্কের অবনতি চোখে পড়তে শুরু করেছিল। সোশ্যাল মিডিয়ায় তাদের একের পর এক টুইট কার্যত স্পষ্ট করে দেয়, প্রণববাবুর পরিবারে পুত্র এবং কন্যার সম্পর্কের মধ্যে ফাটল ধরতে শুরু করেছে। আর এবার অভিজিৎ মুখোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে যোগদান করলেও, সেভাবে গোটা বিষয়কে পাত্তাই দিতে চাইলেন না তার বোন শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। একাংশ বলছেন, এমনিতেই তাদের ব্যক্তিগত সম্পর্ক তলানিতে ঠেকেছে। তার মধ্যে দীর্ঘ কংগ্রেসের পরম্পরা থাকা এই মুখোপাধ্যায় বাড়ির অন্যতম সদস্য এইভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন, তা অনেকেই কল্পনা করতে পারেননি। সেদিক থেকে দাদার সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো না থাকা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় যে দাদার সিদ্ধান্তের সঙ্গে সহমত হবেন না, তা বলাই যায়। আর সেই কারণে গোটা বিষয়ে প্রতিক্রিয়া না দিয়ে কার্যত সিদ্ধান্ত যে তিনি মেনে নিতে পারছেন না, সেটাই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন বলেই দাবি করছেন মুখোপাধ্যায় পরিবারের ঘনিষ্ঠজনেরা। সব মিলিয়ে অভিজিতবাবুর তৃণমূল কংগ্রেসে যোগদানের ফলে শর্মিষ্ঠাদেবীর সঙ্গে তার সম্পর্কের দূরত্ব আরও বৃদ্ধি পায় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -