এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রশান্ত কিশোরের নতুন পদক্ষেপ কার্যত ভাঁজ ফেলছে তৃণমূলের কপালে, 2024 এর লড়াই কি নতুন মোড় নিচ্ছে?

প্রশান্ত কিশোরের নতুন পদক্ষেপ কার্যত ভাঁজ ফেলছে তৃণমূলের কপালে, 2024 এর লড়াই কি নতুন মোড় নিচ্ছে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনে কার্যত তৃণমূলের জয়ের পেছনে ভোট কৌঁশলী প্রশান্ত কিশোরের ব্যাপক অবদান অস্বীকার করা যায়না। মূলত প্রশান্ত কিশোরের উপর ভর করেই 2024 এ মোদি সরকারের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নামতে প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস। কিন্তু সাম্প্রতিককালে এমন একটি ঘটনা ঘটেছে, যেখান থেকে প্রমাদ গুনতে শুরু করেছে রাজ্যের ঘাসফুল শিবির। কার্যত প্রশান্ত কিশোরকে কিছুদিন আগেই দেখা গিয়েছে রাহুল গান্ধীর বাসভবনে কংগ্রেসের সঙ্গে মিটিং করতে। নানান অনুমান করা হচ্ছে এই বৈঠক নিয়ে। ঠিক সেইসময় রাহুল গান্ধী ঘনিষ্ঠ অর্চনা ডালমিয়ার একটি টুইট সাড়া ফেলে দেয় জাতীয় রাজনীতিতে।

যদিও সেই টুইট মুহূর্তের মধ্যে তিনি মুছে দেন। প্রশ্ন উঠেছে, যদি প্রশান্ত কিশোর কংগ্রেস শিবিরে যোগ দেন তাহলে তৃণমূল কংগ্রেসের কি হবে? আবার রাজনৈতিক মহলের একাংশের মত, প্রশান্ত কিশোর কংগ্রেস শিবিরে যোগ না দিয়ে শুধুমাত্র গান্ধী পরিবারের সঙ্গে যোগসূত্র স্থাপন করে মোদি বিরোধী জোটের বাতাবরণ তৈরি হয়, তাহলে জাতীয় রাজনীতিতে তৃণমূল কিভাবে সাড়া ফেলতে পারবে? কার্যত একুশের বিধানসভা নির্বাচন থেকে জাতীয় রাজনীতিতে মোদী বিরোধী হিসাবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাড়া ফেলে দিয়েছেন। এই অবস্থায় যখন প্রশান্ত কিশোরের উপর তৃণমূল নির্ভর করছে, ঠিক সে সময় প্রশান্ত কিশোরের সঙ্গে কংগ্রেস হাইকমান্ডের বৈঠক নতুন করে চিন্তায় ফেলছে তৃণমূলকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূল কংগ্রেস আগামী 2026 সাল পর্যন্ত প্রশান্ত কিশোরকে কৌশলী রেখে লড়াইয়ের প্রস্তুতি শুরু করেছে। এই অবস্থায় আগামী 2024 এর লোকসভা নির্বাচন তৃণমূলের কাছে অন্যতম চ্যালেঞ্জ। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় স্তরে বিভিন্ন রাজ্যে তৃণমূলের সংগঠন বাড়ানোর কাজ চলছে। পাশাপাশি মোদি বিরোধী জোট করতে প্রশান্ত কিশোরকেও আগ্রাসী ভূমিকায় দেখা যাচ্ছে। তবে এই জায়গায় দাঁড়িয়ে প্রশান্ত কিশোরের সঙ্গে কংগ্রেসের নতুন সখ্যতা চিন্তায় ফেলেছে তৃণমূল শিবিরকে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এর আগে তৃণমূলের পক্ষ থেকে রাজ্যসভায় পাঠানোর পরিকল্পনা হয়েছিল প্রশান্ত কিশোরকে। কিন্তু তিনি সেই প্রস্তাব খারিজ করেন বলে জানা যায়।

পরিবর্তে তিনি দেশজুড়ে মোদি বিরোধী বাতাবরণ তৈরি করে লড়াইয়ের ময়দান সাজাচ্ছেন। অন্যদিকে পর্যবেক্ষকদের একাংশের মত, কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রশান্ত কিশোরকে নিয়ে 2024 এর লোকসভা নির্বাচনের ময়দানে নামতে পারেন। তবে সমস্ত বিরোধী শক্তির যদি একজোট না হয় তাহলে কার্যত মোদিকে সরানো যথেষ্ট কঠিন বলে মনে করা হচ্ছে। পাশাপাশি প্রশান্ত কিশোর নিজেও জানিয়ে দিয়েছেন কংগ্রেস ছাড়া বিরোধী ঐক্য গড়ে তোলা সম্ভব নয়। অন্যদিকে আবার অনেকেই মনে করছেন, কার্যত কংগ্রেসকে বিরোধী জোটে নিয়ে আসার জন্যই প্রশান্ত কিশোরের এই বৈঠক। সেক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে প্রশান্ত কিশোরের বৈঠক রাজনৈতিক পটভূমিকায় নতুন কোন কাহিনী রচিত হয় কিনা সেটাই এখন দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!