এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রজাতন্ত্র দিবসের দিনে লালকেল্লার ঘটনার তদন্তে বিশেষ পদক্ষেপ পুলিশের

প্রজাতন্ত্র দিবসের দিনে লালকেল্লার ঘটনার তদন্তে বিশেষ পদক্ষেপ পুলিশের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দু মাসের বেশি সময় ধরে কেন্দ্রীয় নয়া কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন চলছে বিক্ষুব্ধ কৃষকদের। প্রজাতন্ত্র দিবসের দিন এই আন্দোলন তীব্র আকার ধারণ করে। ট্রাক্টর মিছিলকে কেন্দ্র করে কৃষকদের সঙ্গে পুলিশের খন্ড যুদ্ধ বাঁধে। দিল্লির লালকেল্লায় ব্যাপক তাণ্ডব চালায় কৃষকেরা। জাতীয় পতাকা নামিয়ে রেখে কৃষক আন্দোলনের পতাকা তোলা হয়। জানা গেছে, কৃষকদের তান্ডবের ফলে লালকেল্লার বেশ কিছু ক্ষতি হয়েছে। প্রজাতন্ত্র দিবসের দিনে লালকেল্লায় এই ঘটনায়, কারো অভিযুক্ত ছিল? এবার তাদের চিহ্নিত করার কাজ শুরু করল দিল্লি পুলিশ।

প্রজাতন্ত্র দিবসের দিন কৃষকদের আন্দোলনের এই বিধ্বংসী রূপ অনেকেই মেনে নিতে পারেননি। কৃষক সংগঠনগুলি এই ঘটনার দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। একাধিক কৃষক সংগঠনের দাবি, তাদের আন্দোলনকে বদনাম করে দিতেই, বাইরে থেকে কিছু দুষ্কৃতী এসে পড়েছিল তাদের মধ্যে। সেদিনের ঘটনায় দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ২৫ জন অভিযুক্তকে ইতিমধ্যেই চিহ্নিত করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ফরেন্সিক এক্সপার্টদের সাহায্য নিয়ে বহু ভিডিও খুঁটিয়ে দেখার পর ২৫ জন অভিযুক্তকে চিহ্নিত করেছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন পাঞ্জাবি অভিনেতা গায়ক দীপ সিন্ধু। দিল্লি পুলিশের সিট্ এই মামলার তদন্ত চালাচ্ছে। পাঞ্জাবি অভিনেতা গায়ক দীপ সিন্ধুকে একাধিক ছবিতে পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে। তবে, এখনো পর্যন্ত তিনি ফেরার। তাঁর সন্ধান দিতে পারলে, বিশেষ পুরস্কারের ঘোষণা করেছে পুলিশ।

প্রজাতন্ত্র দিবসের দিনে লালকেল্লায় হামলার এই ঘটনায় দিল্লি পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে ও সাধারণ মানুষের ফোনে রেকর্ড করা ভিডিওগুলো দেখে তদন্ত করছে। দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের এসআইটি ফরেন্সিক এক্সপার্টদের সঙ্গে এই ভিডিওগুলি ফুটিয়ে দেখছে। সেদিনের তান্ডবে এখনো পর্যন্ত উস্কানিমূলক মন্তব্য দেওয়া ও হামলায় প্ররোচনা দেবার অপরাধে ২৫ অভিযুক্তকে জনকে চিহ্নিত করা হয়েছে। যাদের মধ্যে রয়েছেন অভিনেতা দীপ সিন্ধু। একাধিক ভিডিওতে তাঁকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!