এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পুজোর আগেই পৌরসভা নির্বাচন! শুরু জল্পনা!

পুজোর আগেই পৌরসভা নির্বাচন! শুরু জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   রাজ্যের বহু পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। বহুদিন আগে সেই মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও, তার নির্বাচন করেনি রাজ্য সরকার। যার ফলে বিরোধীদের পক্ষ থেকে নানা প্রশ্ন তোলা হয়েছে। তবে পৌরসভার কাজ যাতে ব্যাহত না হয়, তার জন্য প্রশাসক মন্ডলী গঠন করেছে রাজ্য সরকার। যা নিয়েও প্রশ্ন তুলেছে সমালোচক মহল। আর এই পরিস্থিতিতে যত দিন যাচ্ছে, ততই সেই মেয়াদ উত্তীর্ণ পৌরসভাগুলোর ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। কবে পৌরসভা নির্বাচন হবে, তা নিয়ে ক্রমাগত সরকারের ওপর চাপ বাড়াচ্ছে বিরোধীরা।

শাসক দলের পক্ষ থেকে প্রথম থেকে যুক্তি দেওয়া হয়েছে, করোনা ভাইরাসের কারণে নির্বাচন করা সম্ভব হয়নি‌। কিন্তু করোনা ভাইরাসের প্রথম ঢেউয়ের পর দ্বিতীয় ঢেউ ধীরে ধীরে বিলীন হতে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে কবে হবে নির্বাচন, এখন সেটাই বড় প্রশ্ন রাজ্য রাজনীতিতে। আর এই অবস্থায় পুজোর আগে পৌরসভা ভোট চাইছে তৃণমূল নেতৃত্ব। ইতিমধ্যেই এই ব্যাপারে একটি খবর সামনে এসেছে। অর্থাৎ দীর্ঘদিন ধরে মেয়াদ উত্তীর্ণ পৌরসভাগুলো চালানোর ক্ষেত্রে ব্যাপক সমস্যা তৈরি হয়েছে। কোনোরকমে প্রশাসক বোর্ড গঠন করে সেখানকার কাজকর্ম করছে রাজ্য। কিন্তু এভাবে নির্বাচন না করিয়ে কতদিন পৌরসভাগুলো চলবে, সেটা বড় প্রশ্নের কারণ।

তাই এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচন হয়ে গেলেও কেন পৌরসভা নির্বাচন হচ্ছে না, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছিলেন। তবে তৃণমূলের একাংশ চাইছেন, দুর্গাপুজোর আগেই করা হোক এই পৌরসভা নির্বাচন। আর তৃণমূলের একাংশ যখন এই ব্যাপারে তাদের ইচ্ছা পোষণ করতে শুরু করেছে, তখন পুজোর আগে পৌরসভা নির্বাচন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে এক তৃণমূল নেতা বলেন, “দ্রুত পৌরসভা ভোট করতে আমরাও চাই। তবে সেপ্টেম্বরে সম্ভব না হলে দীপাবলীর আগে হয়ত তা করা যাবে না। কারণ সেই সময় উৎসবের মরসুমে চলবে। করোনা মোকাবিলায় গোটা রাজ্যে ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে। তা সন্তোষজনক জায়গায় পৌঁছলে হয়ত ভোটের বিষয়টি চূড়ান্ত করার কথা ভাবা যাবে।” কিন্তু সরকারের পক্ষ থেকে কি পৌরসভা নির্বাচন করা নিয়ে কমিশনের কাছে কোনো প্রস্তাব গিয়েছে? প্রশাসনের পক্ষ থেকে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে পৌরসভা নির্বাচনের ব্যাপারে?

এদিন এই প্রসঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের এক আধিকারিক বলেন, “এখনও পর্যন্ত নবান্ন থেকে কোনো বার্তা আসেনি। সরকার জানালে এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে। মূল কাজগুলো হয়ে থাকার কারণে প্রস্তুতি সারতে বেশি সময় লাগবে না।” অর্থাৎ কমিশনের আধিকারিকের বক্তব্য থেকে স্পষ্ট যে তারা সরকারের সবুজ সংকেত পেলেই এই ব্যাপারে প্রস্তুতি শুরু করে দেবে। স্বাভাবিক ভাবেই এখন সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে। যখন সবাই তৈরি পৌরসভা নির্বাচন করানোর ব্যাপারে, তখন কেন সরকার এই ব্যাপারে সদিচ্ছা দেখাচ্ছেন না!

অনেকে বলছেন, এর পেছনে রয়েছে করোনা ভাইরাস। বর্তমানে দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে লড়াই করতে হচ্ছে গোটা ভারতবর্ষকে। তবে এরপর আবার তৃতীয় ঢেউ আসার সম্ভাবনা রয়েছে। তাই সেই দিকটি মাথায় রেখে সমস্ত কিছু দেখে নিয়েই পৌরসভা নির্বাচন করানোর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে চাইছে রাজ্য। কেননা বিধানসভা নির্বাচনের মধ্যে ব্যাপক প্রচার মিটিং-মিছিল হওয়ার কারণে হু হু করে বাংলায় করোনা ভাইরাস বৃদ্ধি পেতে শুরু করেছিল। তাই পৌরসভা নির্বাচনের কারণে যাতে আর তা না হয়, তার জন্যই সরকারের এই অবস্থান বলে মত বিশেষজ্ঞদের।

জানা গেছে, প্রায় 116 টি পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে‌। যার মধ্যে রয়েছে কলকাতা কর্পোরেশন। অর্থাৎ এতগুলো পৌরসভার নির্বাচন একসাথে করতে হবে রাজ্য সরকারকে। বর্তমানে এই সমস্ত পৌরসভায় প্রশাসক বোর্ড গঠন করে কাজকর্ম পরিচালনা করা হচ্ছে। আর তা নিয়েই বারবার প্রশ্ন তুলেছে বিরোধীরা। সরকার নিজেদের লোকদের বসিয়ে পৌরসভা পরিচালনা করতে চাইছে বলে অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলোর। আর এই পরিস্থিতিতে পুজোর আগে পৌরসভা নির্বাচন করানোর ব্যাপারে ইচ্ছা প্রকাশ করতে দেখা গেল তৃণমূলের একাংশকে। তবে এই ব্যাপারে রাজ্য সরকার কি সিদ্ধান্ত গ্রহণ করে, কবে হয় পৌরসভা নির্বাচন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!