এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পুরভোটেও কি বাম- কংগ্রেস জোটে ধাক্কা? জোর জল্পনা!

পুরভোটেও কি বাম- কংগ্রেস জোটে ধাক্কা? জোর জল্পনা!

এমনিতেই রাজ্যে বাম এবং কংগ্রেসের অস্তিত্ব সংকটের দশা। যত দিন যাচ্ছে, ততই তাদের সংগঠন সাইনবোর্ডে পরিণত হচ্ছে। গত লোকসভা ভোটের সময় বাম এবং কংগ্রেস জোট করে লড়ার চেষ্টা করলেও, দুটি আসন নিয়ে সমস্যার জন্য শেষ পর্যন্ত তাদের সেই জোট ভেস্তে যায়। বামেরা মুর্শিদাবাদ এবং রায়গঞ্জে প্রার্থী দিতে চাইলেও তাতে আপত্তি জানায় কংগ্রেস। আর এর ফলেই দুটি আসন নিয়ে সমস্যার জন্য পৃথক পৃথক ভাবে রাজ্যে লড়তে হয় বাম এবং কংগ্রেসকে। যার ফল খুব একটা ভাল হয়নি। দুটি রাজনৈতিক দলই পর্যুদস্ত হয়েছে।

আর এবার পৌরসভা ভোটের আসন নিয়ে নিজেদের আবদার রাখতে শুরু করল হাত শিবির। যার ফলে পৌর নির্বাচনে এই দুই দলের মধ্যে জোট হবে কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। তবে সেই সমস্ত সংশয়কে মিটিয়ে দিয়ে যাতে কোনরকম দ্বন্দ্ব তৈরি না হয়, তার জন্য এবার বৈঠক করল বাম এবং কংগ্রেস। কিন্তু সেই বৈঠকেই সিদ্ধান্ত উঠে না আসায় তৈরি হয়েছে জল্পনা। জানা গেছে, কলকাতা পৌরসভা নির্বাচনে কংগ্রেস 45 টি আসনের প্রার্থী দেওয়ার দাবি করেছে। আর এখানেই উঠতে শুরু করেছে প্রশ্ন যে, কলকাতায় কংগ্রেসের সেভাবে সংগঠন না থাকলেও, তারা এই প্রার্থী দিয়ে কি করবে!

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেক্ষেত্রে তো বরঞ্চ তাদের আরও পর্যুদস্ত হতে হবে। যদিও বা এই ব্যাপারে কংগ্রেস নেতাদের বক্তব্য, 2011 সালের পর তাদের সংগঠন অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তাই এখানে যদি 45 টির কম আসন দেওয়া হয়, তাহলে কর্মীদের মনোবল ভাঙতে শুরু করবে। এদিকে কংগ্রেসে এহেন দাবি করলেও পাল্টা সিপিএমের পক্ষ থেকে করা হচ্ছে অন্য দাবি। তাদের বক্তব্য, 30 থেকে 35 টির বেশি আসন ছাড়া যেতে পারে। কোনো মতেই শরিকদের জেতা কংগ্রেসকে দেওয়া যাবে না।

পাল্টা সেদিক থেকে কংগ্রেস দাবি তুলছে যে, অতীতে কি হয়েছিল, সেই ব্যাপারটি ভুলে যার যেখানে যত শক্তি আছে, তাকেই সেই আসনটি ছাড়া হোক। আর কংগ্রেস এবং বামেদের এই আসন নিয়ে জটিলতার কারণে এখন তাদের জোট পৌরসভা নির্বাচনে ভেস্তে যেতে পারে বলে মত একাংশের। আর যদি এই জোট ভেস্তে যায়, তাহলে পৌরসভাতেও বাম এবং কংগ্রেস দুই দলই প্রবল সমস্যার মুখে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। সেদিক থেকে এখন নিজেদের সুবিধার জন্য সমস্ত দ্বন্দ্ব মিটিয়ে নিয়ে বাম এবং কংগ্রেস কতটা ঐকমত্যে আসতে পারে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!