এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > পুরভোটের আগে ফের আদালতের দ্বারস্থ বিজেপি, জেনে নিন কারণ!

পুরভোটের আগে ফের আদালতের দ্বারস্থ বিজেপি, জেনে নিন কারণ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আদালতের পক্ষ থেকে জানানো হয়েছিল, সমস্ত কিছু দিক বিবেচনা করে 24 ঘন্টার মধ্যে কোন নিরাপত্তা দিয়ে রাজ্যের 108 টি পৌরসভার নির্বাচন হবে, সেই ব্যাপারে যেন কমিশন সিদ্ধান্ত নেয়। আর সেই মতো করেই কমিশনের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রাজ্য পুলিশ দিয়ে নির্বাচন করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

আর এই পরিস্থিতিতে কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে এবার শীর্ষ আদালতের শরণাপন্ন হচ্ছে ভারতীয় জনতা পার্টি। ইতিমধ্যেই এই ব্যাপারে একটি মামলা করেছে তারা। যেখানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করার দাবি জানানো হয়েছে।সূত্রের খবর, এদিন শীর্ষ আদালতের দ্বারস্থ হয় ভারতীয় জনতা পার্টি। যেখানে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে তাদের পক্ষ থেকে এই মামলা করা হয়েছে। জানা গিয়েছে, আগামীকাল এই মামলার শুনানি হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বভাবতই রাজ্যের 108 টি পৌরসভা নির্বাচন নিয়ে এবং সেই নির্বাচনে নিরাপত্তা নিয়ে যে বিজেপি এখন থেকেই তেতেফুড়ে লেগেছে, তা বলার অপেক্ষা রাখে না। স্বভাবতই বিজেপির এই আবেদনের পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালতের পক্ষ থেকে কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!