এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “রাজনীতি না করলে জিভ কেটে ফেলতাম” সততার উদাহরণ দিয়ে হুঙ্কার মমতার!

“রাজনীতি না করলে জিভ কেটে ফেলতাম” সততার উদাহরণ দিয়ে হুঙ্কার মমতার!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সতীর্থ পার্থ চট্টোপাধ্যায় শিক্ষক নিয়োগে দুর্নীতির ঘটনায় গ্রেপ্তার হয়েছেন। আর সেই পরিপ্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী হিসেবে তার প্রতিক্রিয়া জানতে চেয়ে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে রাজ্যজুড়ে। আর এই পরিস্থিতিতে অবশেষে নজরুল মঞ্চে বিশিষ্ট শিল্পীদের সম্মানজ্ঞাপন অনুষ্ঠানের মঞ্চ থেকে নাম না করে সমালোচকদের উদ্দেশ্যে হুঙ্কার ছাড়লেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রীতিমতো নিজের সততার উদাহরণ দিয়ে বিরোধীদের কটাক্ষ ছুড়ে দিলেন তিনি।

সূত্রের খবর, এদিন নজরুল মঞ্চে বঙ্গভূষণ সম্মান অনুষ্ঠানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই কলকাতার বিভিন্ন রাস্তায় বিরোধীদের পক্ষ থেকে টাকা এবং মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে পোস্টার লাগানোকে কটাক্ষ করেন তিনি। এদিন এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “কেন আমার ছবি নিয়ে মিথ্যা প্রচার করা হবে! আমি কারও পয়সায় খাই না। আজকে যদি আমি রাজনীতি না করতাম, তাহলে জিভ কেটে ফেলতাম। যদি বলেন, আমার টাকা কিভাবে আসে! আমি বহু বই লিখি। তার থেকে রয়্যালটি পাই। শিল্পীদের এভাবেই রোজগার করতে হয়।” অর্থাৎ বিরোধীদের পক্ষ থেকে তার সততা নিয়ে যেসব প্রশ্ন তোলা হচ্ছে, তা যে একেবারেই ভিত্তিহীন, তা রীতিমতো কটাক্ষ এবং আক্রমণাত্মক ভঙ্গিমায় বুঝিয়ে দিলেন বাংলার প্রশাসনিক প্রধান। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!