এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজ্যপাল জগদীপ ধনকরের দিল্লী ভ্রমণের গুরুত্ব কি বাড়ছে কেন্দ্রীয় সরকারের কাছে? জল্পনা তুঙ্গে

রাজ্যপাল জগদীপ ধনকরের দিল্লী ভ্রমণের গুরুত্ব কি বাড়ছে কেন্দ্রীয় সরকারের কাছে? জল্পনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যপালের দিল্লি যাত্রা নিয়ে বর্তমান সময়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। প্রসঙ্গত 3 দিনের সফরে দিল্লি গিয়েছিলেন রাজ্যপাল। সেখানেই তিনি প্রশাসনিক মহলের সাথে দফায় দফায় বৈঠক করেছেন। এমনকি রাষ্ট্রপতির সঙ্গেও তিনি দেখা করেছেন এবং সেখান থেকেই জল্পনা শুরু হয়েছে রাজ্যে 356 ধারা জারি নিয়ে রাষ্ট্রপতিকে আবেদন করে এসেছেন রাজ্যপাল। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করার পর আরও একবার তাঁর সঙ্গে বৈঠক করার কথা শোনা যাচ্ছে রাজ্যপালের। এবং যে কারণে তিন দিনের সফর শেষে শুক্রবার বিকেলে রাজ্যপাল জগদীপ ধনকরের কলকাতায় ফেরার কথা থাকলেও তিনি আপাতত ফিরছেন না।

সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে রাজ্যপালের আরও একবার বৈঠক হতে পারে, যেখানে রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে কথা হবে। গতকালই অবশ্য অমিত শাহের সঙ্গে প্রথম বৈঠক করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। সেখানে অবশ্য রাজনৈতিক হিংসার কথা উঠতেই জগদীপ ধনকরকে পাল্টা প্রশ্নের মুখোমুখি হতে হয় স্বরাষ্ট্রমন্ত্রীর বলে জানা গেছে। তবে মনে করা হচ্ছে, রাজনৈতিক হিংসা নিয়ে এবং আইন-শৃঙ্খলার অবনতি নিয়ে যেভাবে রাজ্যের বিরোধী দলের পাশাপাশি সরব হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর, তারই পরিপ্রেক্ষিতে এবার কেন্দ্রীয় হস্তক্ষেপের আবেদন করতে জগদীপ ধনকরের দিল্লি প্রস্থান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, দিল্লি যাবার আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বরাবরের মতন চিঠি লিখে রাজ্যের নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নিরব এবং নিস্পৃহ থাকার অভিযোগ জানিয়েছিলেন। যদিও তাঁর উত্তরে মমতা ব্যানার্জ্জীর পক্ষ থেকে কি প্রত্যুত্তর এসেছে তা জানা যায়নি।  প্রথম থেকেই রাজ্যপাল রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ভোট পরবর্তী হিংসা নিয়ে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে গেছেন। খুব স্বাভাবিকভাবেই বিশেষজ্ঞদের মতে, দুই প্রশাসকের এই লড়াই সামগ্রিকভাবে কেন্দ্রের চোখে খুব একটা ভালো থাকার কথা নয়। অন্যদিকে গতকাল রাজ্যপাল জগদীপ ধনকর জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করে রাজ্য সরকারের কোপে পড়েছেন।

জানা গিয়েছে, তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকরকে সরানোর জন্য আবেদন করেন। তবে রাজনৈতিক দলের অনেকেই মনে করছেন, রাজ্যের মুখ্যমন্ত্রীএ এই আবেদন কতটা গ্রহণযোগ্য হবে কেন্দ্রীয় সরকারের কাছে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ থাকছে। অন্যদিকে রাজ্যপালের দিল্লি ভ্রমণ আগামী দিনে পশ্চিমবঙ্গের ওপর কোনো বিশেষ প্রভাব ফেলে কিনা সেদিকেই এখন নজর সবার। পাশাপাশি 356 নিয়ে যে আশঙ্কা করা হচ্ছে, তা সত্যি হয় কিনা সেদিকেও লক্ষ্য রাখছে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!