এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজ্যে বিজেপিকে ঠেকাতে অখিলেশের সমর্থন লাভ তৃণমূল নেত্রীর, নতুন সমীকরণ কি বদলে দেবে সবকিছু?

রাজ্যে বিজেপিকে ঠেকাতে অখিলেশের সমর্থন লাভ তৃণমূল নেত্রীর, নতুন সমীকরণ কি বদলে দেবে সবকিছু?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভার নির্বাচনে টিকে থাকার লড়াই ইতিমধ্যেই জমে উঠেছে। আগামী নির্বাচনের প্রধান প্রতিপক্ষ হিসেবে ইতিমধ্যে রাজনৈতিক ময়দানে অবতরণ করেছেন রাজ্যের শাসক দল তৃণমূল এবং বিরোধী দল হিসেবে ভারতীয় জনতা পার্টি। প্রথম থেকেই তৃণমূল শিবির থেকে প্রাণপণ চেষ্টা চালানো হচ্ছে বিজেপিকে ঠেকানোর। অন্যদিকে গেরুয়া শিবিরও বাংলার মসনদ দখলে মরিয়া। এই পরিস্থিতিতে বিজেপিকে ঠেকাতে তৃণমূল সাহায্য চাইতে শুরু করেছে রাজ্যের অন্যান্য বিরোধী শক্তিগুলির কাছে। তবে এ রাজ্যে সাহায্যের হাত না পেলেও ইতিমধ্যেই অন্য রাজ্য থেকে সাহায্যের হাত পেয়েছেন তৃণমূল নেত্রী। এবার অখিলেশও তাঁর সমর্থন দিলেন মমতাকে।

এবার উত্তর প্রদেশ থেকে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব জানিয়ে দিলেন, তাঁরা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবেন। স্বাভাবিকভাবেই বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, তৃণমূল শক্তি কিন্তু নির্বাচনের আগে একটু একটু করে সংগঠিত হচ্ছে। তবে গেরুয়া শিবির এ ব্যাপারে মাথা ঘামাতে মোটেই রাজী নয়। 2019 এর লোকসভা নির্বাচনের প্রাক্কালে সমস্ত বিজেপি বিরোধী আঞ্চলিক রাজনৈতিক দলগুলি হাত মিলিয়েছিল। কিন্তু দেশের মসনদ শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতেই গিয়েছে। মোদি বিরোধিতা সেক্ষেত্রে কোনো কাজে আসেনি। পাশাপাশি রাজ্যেও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রীতিমত কড়া টক্কর দিয়েছিল উনিশ এর লোকসভা নির্বাচনে বিজেপি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে 2021 এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দেখা যাচ্ছে, ইতিমধ্যে তৃণমূলের ঘর ভেঙে নিজেদের সংগঠন বাড়িয়েছে গেরুয়া শিবির। আর তার ফলেই 2019 এর সমীকরণ নিয়ে এসে বাংলায় বিজেপিকে ঠেকাতে উঠে পড়ে লেগেছে রাজ্যের শাসক দল। ইতিমধ্যেই মুম্বাইয়ের শিবসেনা ঘোষণা করে দিয়েছে তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করবেন। আর তাই এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির হিন্দু ভোটে থাবা বসাতে বঙ্গ রাজনীতিতে দেখা যেতে চলেছে শিবসেনাকে। পাশাপাশি বিজেপির আদিবাসী ভোটে থাবা বসাতে রাজ্যে আসছে হেমন্ত সোরেন এর ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। আর এবার উত্তরপ্রদেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিলেন সমাজবাদী পার্টির অখিলেশ যাদব।

অখিলেশ জানিয়েছেন, 2022 এর বিধানসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতায় ফিরবে আবার তৃণমূল এবং মুখ্যমন্ত্রীর আসনে বসবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নির্বাচনে লড়া কিংবা আসন বন্টন নিয়ে এখনও কিছু জানাননি অখিলেশ যাদব। সব মিলিয়ে গেরুয়া শিবিরকে চাপে ফেলার সুবন্দোবস্ত করছে তৃণমূল। কিন্তু নতুন সমীকরণ দিয়ে কি বিজেপিকে ঠেকিয়ে রাখা যাবে? প্রশ্ন তুলেছেন রাজনৈতিক মহলের অনেকেই। কারণ তৃণমূলের নিজের ঘরেই ভাঙ্গন অব্যাহত। যা বন্ধ করতে তৃণমূল নেত্রী বিশেষ কিছু করতে পারেননি। সেক্ষেত্রে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া নেতা-নেত্রীরা বুমেরাং হয়ে যাবে নাতো রাজ্যের শাসকদলের জন্য? সব প্রশ্নের উত্তর মিলবে আর কিছুদিন পরে। ততদিন পর্যন্ত টানটান উত্তেজনা বজায় থাকছে রাজ্যে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!