এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রামের ছবিতে মালা তৃণমূলের, তীব্র জল্পনা রাজ্যে!

রামের ছবিতে মালা তৃণমূলের, তীব্র জল্পনা রাজ্যে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলের কোনো নেতার মুখে রামের নামে ধ্বনি শোনা গেলেই তৈরি হয় জল্পনা। বিজেপি রামকে রাজনীতিতে নিয়ে এসেছে বলে অভিযোগ করে তৃণমূল কংগ্রেস। এক্ষেত্রে রাম নামে তাদের কোনো আপত্তি না থাকলেও বিজেপি যা ব্যবহার করছে, তাতে তাদের যথেষ্ট আপত্তি রয়েছে বলে দাবি করতে দেখা যায় তৃণমূলের নেতাকর্মীদের।

ভোটের মরসুমে তৃণমূলের পক্ষ থেকে যখন স্লোগান দেওয়া হচ্ছে “খেলা হবে”, তখন বিজেপির পক্ষ থেকে পাল্টা স্লোগান দেওয়া হচ্ছে “জয় শ্রীরাম।” নানা সময়ে এই রামনামকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। কিন্তু এবার তৃণমূলের পক্ষ থেকে সেই রামের ছবিতে মালা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক গুঞ্জন সৃষ্টি হল।

জানা গেছে, সম্প্রতি নিউ ব্যারাকপুরের বিভিন্ন জায়গায় রামের ছবি দেওয়ালে টাঙিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেখানে কোনো রাজনৈতিক দল বা সংগঠনের নাম ছিল না। আর সেই ছবিতেই মঙ্গলবার তৃণমূলের পক্ষ থেকে মালা দেওয়া হয়েছে। স্বাভাবিক ভাবেই যে রামের নামকে কেন্দ্র করে তৃণমূলের এত আপত্তি তৈরি হয়, সেই রামের ছবিতে মালা দিয়ে তৃণমূল নেতৃত্ব কি বার্তা দিতে চাইল!

এখন তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে জল্পনা। অনেকে বলছেন, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এখন নির্বাচন দরজায় কড়া নাড়ছে। তাই হিন্দু ভোটকে পাশে পেতে তৃণমূলের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাভাবিক ভাবেই নেতাজির জন্ম জয়ন্তী থেকে শুরু করে বিভিন্ন সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে “জয় শ্রীরাম” স্লোগান দেওয়া নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূলের পক্ষ থেকে এই জয় শ্রীরাম স্লোগান নিয়ে আপত্তি জানিয়ে বিজেপি কেন ভগবান রামকে রাস্তায় নামিয়ে আনছে, তার ব্যাপারে তোলা হয়েছিল প্রশ্ন। আর এবার নির্বাচনের মুখে দেওয়ালে রামের ছবি টাঙ্গানোর সাথে সাথেই তাতে তৃণমূল নেতা নেত্রীদের পক্ষ থেকে মালা দেওয়ার ঘটনা নিঃসন্দেহে নজিরবিহীন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

ইতিমধ্যেই এই বিষয় নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, রামের ছবিতে এখন মালা দিতে হচ্ছে তৃণমূলকে। কারণ সামনে ভোট। তাই হিন্দু ভোট পাওয়ার জন্য রামনাম করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে অবশ্য এই দাবিকে নস্যাৎ করে দেওয়া হচ্ছে।

তাদের পাল্টা দাবি, রামের ছবি অনাদরে পড়েছিল। তাই সেখানে মালা দেওয়া হয়েছে। এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। তবে যে পক্ষ যেই কথাই বলুক না কেন, এই গোটা ঘটনাকে কেন্দ্র করে ভোটের মুখে যে যথেষ্ট শোরগোল তৈরি হয়েছে ব্যারাকপুরে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!