এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > রামের নামে বিজেপি সমর্থকদের বাজি উৎসবে অতিষ্ঠ তৃণমূল বিধায়ক ১৭ তারিখ ‘শখ’ মেটাবেন সুদে-আসলে?

রামের নামে বিজেপি সমর্থকদের বাজি উৎসবে অতিষ্ঠ তৃণমূল বিধায়ক ১৭ তারিখ ‘শখ’ মেটাবেন সুদে-আসলে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাম মন্দিরের ভূমিপূজা ও ভিত্তিপ্রস্তর স্থাপনের উৎসবের রেশ এখনো কাটেনি গেরুয়া শিবির থেকে। তবে বাংলার গেরুয়া শিবির এই উৎসব পালনে পুরোপুরি সফল হয়েছে সে কথা বলা যায়না। কারণ 5 ই আগস্ট বুধবার রাজ্য সরকারের পক্ষ থেকে করোনার সাবধানতা অবলম্বনে লকডাউন পালন করা হয়েছিল। যদিও রাজ্য বিজেপি শিবির থেকে এই লকডাউনের তারিখ বদল নিয়ে বহু আবেদন নিবেদন করা হয় রাজ্য সরকারের কাছে। কিন্তু রাজ্য সরকার সেসবে কর্ণপাত করেনি।

আর সে কারণেই বিজেপি যে অতিমাত্রায় রাজ্য সরকারের প্রতি ক্ষুব্ধ, তা তাঁদের প্রতি পদক্ষেপে বোঝা যাচ্ছে। অন্যদিকে তৃণমূলও পিছিয়ে নেই। তাঁরাও পাল্টা জবাব দিতে কিছু কসুর করছেন না বলে মনে করছেন রাজনৈতিক মহল। সম্প্রতি রাজ্য শাসকদলের বিধায়ক উদয়ন গুহ করোনা আক্রান্ত হয়ে শিলিগুড়ি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এদিন বাড়ি ফিরে উদয়ন গুহ তাঁর ফেসবুক পেজে গেরুয়া শিবিরের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। এ বিষয়ে বিষদে জানিয়েছেন তিনি।

গত সোমবার করোনামুক্ত হয়ে বিধায়ক উদয়ন গুহ কোচবিহারে নিজের বাড়ি ফেরেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী বেশ কিছুদিন তিনি হোম কোয়ারেন্টাইনে থাকবেন। অন্যদিকে এদিন উদয়ন গুহ ফেসবুকে জানিয়েছেন, গতকাল সন্ধ্যার পর থেকে তাঁর বাড়ির পেছনে কেউ বা কারা ক্রমাগত নির্দিষ্ট সময় অন্তর বাজি ফাটিয়ে গেছে। এবং এই ঘটনায় তিনি দোষারোপ করেছেন বিজেপির ওপরে। এ প্রসঙ্গে উদয়ন গুহ এদিন জানিয়েছেন, ‘‘পরিকল্পনা করে আমার অসুবিধে করার জন্যেই নির্দিষ্ট সময় অন্তর আমার বাড়ির পিছনে বাজি ফাটানো হয়েছে। বিজেপির কিছু কর্মী ওই কাজ করেছে। সেই কথাই লিখেছি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এর পরেই উদয়ন গুহ লিখেছেন রীতিমত হুমকিবার্তা। তিনি লেখেন, ‘সবকিছু যদি ঠিক থাকে ১৭ অগস্ট সন্ধ্যার পর এই বাজিকরদের বাজি ফাটানোর শখ সুদে-আসলে মিটিয়ে দেব। প্রতিবেশী মাস্টারমশাই তৈরি থাকবেন।’ অন্যদিকে উদয়ন গুহর বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপির কোচবিহার জেলা সভানেত্রী মালতি রাভা পাল্টা এদিন জানিয়েছেন, “রামমন্দিরে ভূমিপুজো নিয়ে তৃণমূল নানা ভাবে সমস্যা তৈরি করেছে। সেইজন্যেই পূর্ণ লকডাউন করা হয় ওইদিন। এখন নানা মিথ্যে অভিযোগ তুলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে।”

বিশেষজ্ঞদের মতে, 5 ই আগস্ট রাজ্য সরকারের পূর্ণ লকডাউন করার সিদ্ধান্তকে গেরুয়া শিবির কোন মতেই মেনে নিতে পারেনি। আর সে কারণেই আগামী দিনে তৃণমূল বিজেপির রাজনৈতিক দ্বন্দ্ব আরো চরম আকার ধারণ করবে বলে একমত রাজনৈতিক মহলের একাংশ। একুশের বিধানসভা নির্বাচনের আগে 5 ই আগস্ট দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল গেরুয়া শিবিরের কাছে। আপাতত একুশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি তৃণমূলের লড়াই যে আরো জমে উঠছে, সে কথা বলাই বাহুল্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!