এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজ্যে পা রেখেই বড় মন্ত্র শাহের! এবার কি ঘুম উড়বে মমতার? আশায় বিজেপি কর্মীরা!

রাজ্যে পা রেখেই বড় মন্ত্র শাহের! এবার কি ঘুম উড়বে মমতার? আশায় বিজেপি কর্মীরা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পিতৃপক্ষের সময় থেকেই পুজোর উদ্বোধন করতে শুরু করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বিজেপি অবশ্য শাস্ত্র জ্ঞান মেনেই পুজো করতে বিশ্বাসী। তাই দেবীপক্ষ পড়ার পরেই এবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুখে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক সভাতেই এই অমিত শাহের বিরুদ্ধে অনেক বড় বড় কথা বলেন। কিন্তু তার রাজ্যে আসাতে যে তিনিও যথেষ্ট চিন্তিত, তাতে নিশ্চিত বিজেপি কর্মীরা। তাদের দাবি, অমিত শাহ লোকসভা নির্বাচনের আগে বাংলার সব থেকে বড় উৎসব দুর্গা পুজোতে পা রাখছেন। ফলে তিনি বাংলার নেতৃত্বকে এমন কিছু বার্তা দেবেন, যাতে আগামী লোকসভা নির্বাচনের আগে নিজেদের মাটি শক্তিশালী করতে পারে বঙ্গ বিজেপি নেতৃত্ব। আর তার সেই মন্ত্রে নিশ্চিত ভাবেই ঘুম উড়বে রাজ্যের শাসক দলের বলেই দাবি গেরুয়া শিবিরের।

প্রসঙ্গত, আজ রাজ্যে পা রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিকেলে বিজেপি নেতা সজল ঘোষের ক্লাব বলে পরিচিত সন্তোষ মিত্র স্কোয়ারের পূজা উদ্বোধন করবেন তিনি। যে পূজোর থিম, রাম মন্দির। নিশ্চিত ভাবেই তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে অনেক বড় বড় কথা বলে। কিছুদিন আগেই তৃণমূলের যুবরাজ এটাও বলেছিলেন যে, বিজেপি নাকি বাংলার সংস্কৃতির সঙ্গে পরিচিত নয়। তারা নাকি বলে যে, বাংলায় দুর্গাপুজো করতে দেওয়া হয় না। অথচ সেই বিজেপি নেতারাই রাজ্যে এসে দুর্গাপুজোর উদ্বোধন করছেন। তবে তৃণমূলের সেই যুক্তিকে খন্ডন করে দিতে বাংলার উৎসবের সঙ্গে যে বিজেপি নিজেদের জড়িয়ে নিয়েছে এবং বাংলার মানুষের কাছে যে বিজেপি কৃতজ্ঞ, তার প্রমাণ দিতেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর তাতে প্রচন্ড খুশি বিজেপির নিচু তলার নেতা কর্মীরা।

অনেকে বলছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একদিক থেকে যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখবেন, ঠিক তেমনই বঙ্গ বিজেপির নেতৃত্বরা তার কাছে বেশ কিছু বিষয় তুলে ধরবেন। যাতে আগামী দিনে এই তৃণমূল সরকারকে চাপে রাখা যায়, তাই লোকসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপিকে তিনি এমন কিছু মন্ত্র দিয়ে যেতে পারেন, যাতে কাবু হয়ে যাবে রাজ্যের শাসক দল বলেই দাবি সমালোচকদের।বিজেপির দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু শাস্ত্রকে কার্যত এই পিতৃপক্ষে পূজার উদ্বোধন করে ধ্বংসের মুখে ফেলে দিয়েছেন। রাজ্যের সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণের রাজনীতি ধরে ফেলেছে। তাই অমিত শাহ যখন রাজ্যে আসছেন, তখন তিনি নিশ্চিত করেই আগামী লোকসভা নির্বাচনের আগে কিছু বার্তা কর্মীদের দিয়ে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় মুখে বড় বড় অনেক কথা বলতে পারেন। কিন্তু তিনি নিজেও জানেন, সর্বভারতীয় বিজেপির চাণক্য শাহের বাংলায় আগমন তার চিন্তা কতটা বাড়িয়ে দিচ্ছে।

বিজেপির বিরুদ্ধে সর্বভারতীয় ক্ষেত্রে জোটে ব্যস্ত রয়েছেন তৃণমূল নেত্রী। কিন্তু বাংলাতেই তাকে আটকে দিতে এবার অমিত শাহ কিছু একটা নির্দেশ কর্মীদের দিয়ে যাবেন, যার ফলে তৃণমূল এক অঙ্কের সংখ্যা আগামী লোকসভা নির্বাচনে পার করতে পারবে না বলেই দাবি গেরুয়া শিবিরের. পর্যবেক্ষকদের মতে, নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা, সবকিছু নিয়েই এখন বাংলা সরকার চাপে রয়েছে। তাই এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন রাজ্যে আসছেন পূজা উদ্বোধন করতে, তখন তিনি রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও বেশ কিছু ছক কষে দিতে পারেন বঙ্গ বিজেপি নেতৃত্বকে। এমন ভাবে কয়েকটি ইস্যু তিনি বেঁধে দিতে পারেন, যার ফলে চাপে পড়ে যাবে তৃণমূল কংগ্রেসের সরকার। তাই বিজেপি কর্মীরা যখন অমিত শাহের এই সফরকে কেন্দ্র করে উজ্জীবিত, তখন চিন্তা এবং আশঙ্কায় দিন গুজরান করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!