এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > শুভেন্দু প্রসঙ্গে বড়সড় মন্তব্য মান্নানের, রাজ্য রাজনীতিতে শোরগোল!

শুভেন্দু প্রসঙ্গে বড়সড় মন্তব্য মান্নানের, রাজ্য রাজনীতিতে শোরগোল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বুধবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন শুভেন্দু অধিকারী। যদিও এরই মধ্যে তৃণমূলের লোকসভার সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘‘দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল।’’ তবুও বিরোধী শিবির থেকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়ের কটাক্ষ বাণী শোনা গেছে। তবে সেই সুরেই আবার সুর মেলাতে দেখা গেছে বিরোধী দলনেতা কংগ্রেসের আব্দুল মান্নান এবং বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীকে।

এই ঘটনার পর তিনি বলেন, ‘‘আমরা বহু দিন ধরেই বলছি, অন্যের ঘর ভাঙার যে খেলা তৃণমূল শুরু করেছিল, তাতেই এক দিন তৃণমূলের ঘরও ভাঙবে।’’ সেইসঙ্গে শুভেন্দু অধিকারীকে নিয়ে আব্দুল মান্নান আশা রেখেছেন যে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর লড়াই সফল হবে। সেখানে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর ধর্মনিরপেক্ষ ভাবমূর্তির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তিনি।

সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কটাক্ষ করেছেন বলেও জানা গেছে। এদিন একটি সাক্ষাত্‍কারে শুভেন্দু অধিকারীর বিধায়ক পদ ছাড়ার সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, “যে আগুন নিয়ে এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলগুলিকে শেষ করার চেষ্টা করেছিলেন। সেই আগুনে এবার নিজেই পুড়ে ছাই হয়ে যাবেন। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে যে রাস্তাতে কংগ্রেসকে শেষ করেছেন, সেই একই রাস্তায় শুভেন্দু বাংলায় স্বৈরাচারী শাসনের অবসান ঘটাবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেইসঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং ধর্মনিরপেক্ষতার বিশেষ প্রশংসা করেছেন তিনি। সেইসঙ্গে শুভেন্দু অধিকারীকে আশীর্বাদ করে তিনি বলেন, “ওঁর লড়াই সফল হোক। ওঁর ধর্মনিরপেক্ষ নীতি আদর্শের প্রতি আমি শ্রদ্ধাশীল। আমার দৃঢ় বিশ্বাস সঠিকভাবে নেতৃত্ব দিয়ে ও বাংলাকে স্বৈরচারমুক্ত করবেন।”

বস্তুত, বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছাড়তে চলেছেন, সেকথা স্পষ্ট। আর সেখানে তাঁর গন্তব্য যে বিজেপি, সেটাও অনেকেই অনুমান করছেন। তাই বিধায়ক পদ ত্যাগের ঠিক পরে আব্দুল মান্নানের এই শুভেন্দু অধিকারীর প্রতি এই উক্তি বেশ তাত্‍পর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষত আব্দুল মান্নান যেভাবে তাঁর ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি নিয়ে প্রশংসা করেছেন, সেটা সকলের নজর কেড়েছে।

অন্যদিকে, শেষ বয়সে আব্দুল মান্নানও বিজেপির পথে যাবেন বলে মনে করছে না রাজনৈতিক মহল। অনেক বিশ্লেষকের মতে, আব্দুল মান্নান হয়তো বুঝতে পেরেছেন, এই মুহূর্তে বাংলায় কংগ্রেসের যে সাংঠনিক ক্ষমতা তাতে মমতা সরকারের পতন ঘটানো তাঁদের পক্ষে সম্ভব নয়। তাই ‘বিজেপিগামী’ শুভেন্দুকে আশীর্বাদ করে তিনি তাঁকে উত্‍সাহিত করার চেষ্টা করছেন বলেই মনে করছেন তাঁরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!