এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রায় এবং বন্দ্যোপাধ্যায়রা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন! বিস্ফোরক সৌমিত্র খাঁ!

রায় এবং বন্দ্যোপাধ্যায়রা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন! বিস্ফোরক সৌমিত্র খাঁ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলে বড় ভাঙ্গন শুধু সময়ের অপেক্ষা, এমন দাবি দীর্ঘদিন ধরেই করে আসছে ভারতীয় জনতা পার্টি। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর সেই গুঞ্জন আরও বাড়তে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে তৃণমূলের “রায়” এবং “বন্দোপাধ্যায়” পদবি উচ্চারণ করে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন বলে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। স্বাভাবিকভাবেই তার মন্তব্যকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। হঠাৎ করে রায় এবং বন্দ্যোপাধ্যায় বলতে কাকে বোঝাতে চাইলেন সৌমিত্রবাবু! এখন তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। তবে সৌমিত্র খাঁ এই মন্তব্য করার পাশাপাশি হাওড়া জেলার কথা তুলে ধরেন।

স্বাভাবিক ভাবেই রায় এবং বন্দ্যোপাধ্যায় বলতে সেই জেলার দুজন তৃণমূল হেভিওয়েট নেতা সম্পর্কেই যে তিনি মন্তব্য করেছেন, সেই ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞরা। সূত্রের খবর, এদিন সৌমিত্র খাঁ বলেন, “হাওড়ার প্রায় আটজন তৃণমূল বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। হাওড়ার রায়বাবু দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। তবে বন্দ্যোপাধ্যায়বাবু বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা তৈরি হওয়ার কারণে রায়বাবু কিছুটা পিছিয়ে গিয়েছে।”

স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে এবার ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। একাংশ বলছেন, রায়বাবু বলতে হাওড়া জেলা তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায়কে বোঝাতে চেয়েছেন সৌমিত্র খাঁ। অন্যদিকে বন্দ্যোপাধ্যায় বলতে রাজীব বন্দ্যোপাধ্যায়কে বোঝাতে চেয়েছেন তিনি। প্রসঙ্গত, হাওড়া জেলা নিয়ে এখন ব্যাপক চিন্তায় রয়েছে তৃণমূল কংগ্রেস। রাজীব বন্দ্যোপাধ্যায়ের বেসুরো মন্তব্য নিঃসন্দেহে অস্বস্তিতে ফেলে শাসক দলকে। অরুপ রায়ের সঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায়ের দ্বন্দ্ব অজানা নয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই সেক্ষেত্রে রাজীব বন্দ্যোপাধ্যায় যখন একের পর এক বেসুরো মন্তব্য করছেন, তখন তার বিজেপিতে যোগ নিয়ে জল্পনা তৈরি হতে শুরু করেছে। তাই এই পরিস্থিতিতে রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিজেপিতে যোগের জল্পনা বৃদ্ধি হওয়ার কারণে অরুপ রায় কিছুটা পিছিয়ে গিয়েছেন বলে নিজের মন্তব্যের মধ্য দিয়ে নাম না করে বুঝিয়ে দিতে চাইলেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি বলে দাবি একাংশের।

সৌমিত্র খাঁর মত বিজেপির শীর্ষ নেতার পক্ষ থেকে যখন এই ধরনের দাবি করা হচ্ছে, তখন তার মধ্যে কিছুটা হলেও বাস্তবতা রয়েছে বলে মনে করছেন একাংশ। অনেকে বলছেন, কিছুদিনের মধ্যেই রাজ্যে আসতে চলেছেন অমিত শাহ। অতীতে এর আগে তিনি যখন রাজ্যে এসেছিলেন, তখন মেদিনীপুরের সভা করে শুভেন্দু অধিকারীকে দলের পতাকা ধরিয়েছিলেন। আর এবার রাজ্যে এসে তিনি সভা করলে আবার তৃণমূলের বড় কোনো স্তম্ভ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে পারেন বলে জল্পনা ছড়িয়েছে।

সেদিক থেকে হাওড়া জেলা যখন তৃণমূলের চিন্তা বাড়াচ্ছে, তখন সৌমিত্র খাঁর এই ধরনের মন্তব্য যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না। তাহলে কি সত্যি সত্যিই হাওড়া জেলা তৃণমূলের বড় কোনো নেতা আগামী দিনে যোগদান করতে চলেছেন ভারতীয় জনতা পার্টিতে! সৌমিত্রবাবুর মন্তব্যের পর এই জল্পনা ক্রমশ ঘনীভূত হতে শুরু করেছে বঙ্গ রাজনীতিতে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!