এখন পড়ছেন
হোম > জাতীয় > দাম বাড়তে বাড়তে ক্রমশ আগুন হচ্ছে সাধারণ মধ্যবিত্তের অতি ভরসার এই জিনিস! আশা-আশঙ্কা একসাথে!

দাম বাড়তে বাড়তে ক্রমশ আগুন হচ্ছে সাধারণ মধ্যবিত্তের অতি ভরসার এই জিনিস! আশা-আশঙ্কা একসাথে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবার নতুন রেকর্ড। দেশজুড়ে লকডাউনের আবহ এখনো কাটেনি, আনলক প্রক্রিয়া শুরু হওয়ার পরেও যেভাবে লাফিয়ে লাফিয়ে সংক্ৰমন বাড়ছিল তাতে করে আবারো লকডাউনের পথে হাঁটতে বাধ্য হচ্ছে বিভিন্ন রাজ্য। ফলে, আবারো বন্ধ হতে চলেছে কল-কারখানা, ব্যবসা-বাণিজ্য। সাধারণ মানুষের আবারো পেটে টান পড়ার সমূহ সম্ভাবনা! এই অবস্থায়, দেশের অর্থনীতির গতিবিধি নিয়ে নানা মুনির নানা মত।

ওদিকে দেশের উত্তর সীমান্তে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চীন – আমজনতা কাঁপছে যে কোন মুহূর্তে যুদ্ধ লাগার ভয়ে। এরই মধ্যে সোনার দাম সমস্ত রেকর্ড ভেঙে দিলো। প্রসঙ্গত, কিছু দিন ধরেই অল্প অল্প করে বাড়ছিল সোনার দাম। কিন্তু, এবার যেন মাটির ঢ্যালা একেবারে পর্বত হয়ে উঠল! একমাসেই সোনার দাম ৪৯ হাজার টাকার অঙ্ক স্পর্শ করেছিল। যদিও বৃহস্পতিবার সেই দাম কিছুটা কমে ৪৮,৯৭৭ টাকা হয়। তবে এর জন্য সাধারণ মানুষের স্বস্তি পাওয়ার কোনো কারণ নেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এমনটা ভাবাও হয়তো ভুল যে সোনার দাম এবার নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। বিশেষজ্ঞরাও অবশ্য তেমনটাই ইঙ্গিত করছেন। তার থেকেও আশঙ্কার কথা – মনে করা হচ্ছে, সোনার দাম এবছর জুড়েই উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এমনকি বছরের শেষের দিকে এই দাম ৫৫,০০০ টাকা ছাড়ালেও তাতে অবাক হওয়ার কিছু নেই! আর তাই আমজনতার কাছে সোনার দামের ক্ষেত্রে ২০২০ সাল যেন নতুন আতঙ্ক হয়ে দেখা দিয়েছে! কেননা, সকলেই ভবিষ্যতের কথা ভেবে – একটু সোনা কিনে রাখেন। আর সেখানেই এবার লাগতে চলেছে বড়সড় ছ্যাঁকা!

তবে অন্য দিক থেকে দেখতে গেলে, বিশেষজ্ঞদের মতে, সোনা ক্রয় করা এখন নিশ্চিন্ত বিনিয়োগ। প্রতি দশ গ্রামে সোনার দাম নতুন রেকর্ড করতে পারে। সেই ক্ষেত্রে, যারা বিনিয়োগ করতে চান, এই মরশুমে সোনা কেনাই সবচেয়ে ঝুঁকিহীন হবে। কেননা, কথায় আছে জমি আর সোনার কোনো বিকল্প নেই। তবে সাধারণ মানুষের যে সোনা দুষ্প্রাপ্য হয়ে উঠবে তা নিশ্চিত। একদিকে লকডাউনের জেরে আয় কমেছে, মধ্যবিত্তের বাড়িতে হাঁড়ি চড়াতে জমানো সঞ্চয় ভাঙতে হচ্ছে – সেখানে সোনাতে বিনিয়োগ করতে পারবেন কজন? তবে, যাঁরা এত কিছুর মধ্যে সোনায় বিনিয়োগ করতে পারবেন – আগামীদিন তাঁদের জন্য সত্যিই সোনায় সোহাগা হতে চলেছে বলে অভিমত বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!